নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে শ্যামবাজারে শান্তিপূর্ণ ধর্নায় বসার কথা বিজেপির (BJP) পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। কিন্তু, পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি। ফলে, এই কর্মসূচি কার্যকরী করার জন্য বিজেপি নেতৃত্বকে দৌড়তে হয় আদালতে। অবশেষে শ্যামবাজারে বিজেপিকে ধর্না কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
আদালতের নির্দেশ মেনে বুধবার থেকে টানা পাঁচ দিন এই কর্মসূচি করতে পারবে বিজেপি (BJP)। কর্মসূচির দৈনিক সময়ও স্থির করে দিয়েছে আদালত। ওই পাঁচ দিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ধর্না কর্মসূচি চালানো যাবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই নির্দেশ দিয়েছেন। শ্যামপুকুর থানার ওসি শান্তিশৃঙ্খলা পরিস্থিতি যাতে না বিঘ্নিত না-হয় তা দেখার জন্য বলা হয়েছে। শব্দবিধি মেনে চলতে হবে। ১৬ ফুট বাই ২৪ ফুট হবে মঞ্চের মাপ। এই মিছিল করার আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা সুজিত চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এর আগেও আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্না কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। গত শুক্রবার শ্যামবাজার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। কিন্তু, বিজেপির তরফে অভিযোগ করা হয় যে, তাদের ধর্নামঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার ওই একই জায়গায় ফের মঞ্চ বাঁধতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির নেতা-কর্মীরা। বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এর পরেই শ্যামবাজারে ধর্না কর্মসূচি ঘোষণা করে বিজেপি। পুলিশের বাধার কারণে আদালতের নির্দেশে বুধবার থেকে ধর্না কর্মসূচি শুরু করতে চলেছে বিজেপি নেতৃত্ব।
আর জি করের (RG Kar Incident) ঘটনার প্রতিবাদে মৌলালি থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করার জন্য পুলিশের কাছে আবেদন করেছিলেন বিজেপির (BJP) প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় ওই একই রুটে কয়েকদিন আগে মিছিল করেছিলেন। কিন্তু, তারপর মেলেনি পুলিশের অনুমতি। এরপরই আদালতের দ্বারস্থ হন ওই বিজেপি নেতা। অবশেষে ওই রুটে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে, মিছিলের জন্য বেশ কয়েকটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। বিচারপতি জানিয়েছেন, ওয়াই চ্যানেলে ৫০০টি চেয়ার রাখা যাবে। মঞ্চ হতে হবে ২০/৩০ ফুটের। এক হাজারের মত অংশগ্রহণকারী থাকবেন। জনজীবনে বিঘ্ন ঘটানো চলবে না। বেলা তিনটে থেকে সাতটার মধ্যে করতে হবে এই কর্মসূচি। আর মিছিল হতে হবে শান্তিপূর্ণ। লালবাজারের জয়েন্ট কমিশনার অফ পুলিশকে এই কর্মসূচির তত্ত্বাবধানের দায়িত্ব নিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত।
বিজেপি (BJP) নেতা স্বপন দাশগুপ্তের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন রয়েছে আমাদের। আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় সহমর্মিতা প্রকাশ করাই উদ্দেশ্য। সারা দেশের সিনেমা, সাহিত্য-সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষেরা আসবেন এই মিছিলে। এই মিছিলের জন্য পুলিশের কাছে আর্জি জানানো হয়েছিল। কিন্তু, পুলিশ তা বাতিল করে। পরে, আদালতে দ্বারস্থ হয়ে মিলল অনুমতি।