নিউজ ডেস্ক: আবারও শিরোনামে ওবিসি মামলা (OBC Case)। এবার ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। রাজ্য পক্ষের আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আদালতে মঙ্গলবার দুপুর ২টো নাগাদ এই আবেদন করেন। একইসঙ্গে আইনজীবী বলেন, ”যেহেতু আজ এই বিষয়ে শুনানি হবে না, তাই নিকটবর্তী কোনও তারিখে মামলা ফেলা হোক।”
প্রসঙ্গত, এর আগে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। তাতে মান্যতা দেয়নি হাইকোর্ট। বরং আদালত তরফে ৫ লক্ষ শংসাপত্র বাতিল করার নির্দেশ দেওয়া হয়। এবার হাইকোর্টের সেই রায়েই স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার।
এ প্রসঙ্গে রাজ্যের তরফের আইনজীবী দাবি করেছেন যে, তিনি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাইছেন কারণ বহু মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি অথবা কর্মসংস্থান পাওয়ার অপেক্ষায় আছেন। অন্যদিকে, রাজ্যের তরফে উপস্থিত আরেক আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন যে এই মামলাটিকে (OBC Case) যেন প্রাধান্য দেওয়া হয়, শীর্ষ আদালতে বিচার প্রক্রিয়ার শুরুতেই যেন শুনানি রাখা হয়, কারণ এই শুনানি হতে দিনভর সময় লাগবে।
এরপর এ প্রসঙ্গে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ২৭ অগাস্ট এই মামলার শুনানি হতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের তরফে ২০১০ সালের পর ইস্যু করা প্রায় ৫ লক্ষ ওবিসি (OBC Case) সার্টিফিকেট বাতিল করা হয়। যথাযথ সমীক্ষা ও তথ্য ছাড়াই এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। যদিও যারা আগেই এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছেন, এই রায়ে তাদের উপরে প্রভাব পড়বে না বলেই জানিয়েছিল হাইকোর্ট।