নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। আরজি কর (RG Kar Incident) হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকলে। আর এরই মধ্যে এবার বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (sayantika banerjee) সরাসরি কটাক্ষ করলেন টলি পাড়ার অন্যতম অভিনেতা জীতু কমল।
আসলে গত বুধবার বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (sayantika banerjee) দেখা গিয়েছিল প্রতিবাদের মঞ্চে। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে দেশ জুড়ে, তাতেই অংশ নিয়েছিলেন সায়ন্তিকা। প্রতিবাদী মঞ্চ থেকে সায়ন্তিকার গিটার বাজানোর এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায়। তারকা বিধায়কের গিটারের বোলে গান ধরেছেন বিক্ষোভ মঞ্চে উপস্থিত মহিলারা। আর সেই ভিডিওই বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সায়ন্তিকার হাতে গিটার। মঞ্চে গাওয়া হচ্ছে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ আর তার তালেই গিটার বাজাচ্ছেন অভিনেত্রী। তবে তাল মেলাতে গিয়ে এক্কেবারে বেতালা সায়ন্তিকা। গানের সুরে গিটারের কোনও মিলই নেই। স্যোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। আর সেই ভিডিওই শেয়ার করে এবার ব্যক্তিগত মতামত পেশ করলেন অভিনেতা জীতু কমল।
এ প্রসঙ্গে জীতু বলেন, ”এটা বড্ড দৃষ্টকটু। একসময়ে বাংলার রাজনীতির দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে থাকত। স্বাধীনতা আন্দোলনেও বাংলার রাজনীতির ভূমিকা ছিল অগ্রণী। আজও ২০২৪ সালে বাংলার রাজনীতির ব্যক্তিদের নিয়ে আলোচনা হয়। কিন্তু এগুলো কি…! পেছনে বসে থাকা মা-বোনেরাও কী মানতে পারছেন? যে বা যারা টিকিট দিলেন, একবারও ভাবলেন না! ওঁর স্বাদ, ওঁর শখ,ওঁর রাজনৈতিক জ্ঞান সম্বন্ধে? কোথায় নিয়ে যাচ্ছেন বাংলার রাজনীতিকে! ট্রাজেডি না কমেডি, বিরহ না আনন্দ! অনুভূতিটা বুঝতেই পারছি না!”
তবে সায়ন্তিকাই (sayantika banerjee) প্রথম নয়, এর আগে আরজি কর কাণ্ডে প্রতিবাদে নেমে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। আর এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেত্রী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়েরও।