নিউজ ডেস্ক: অলিম্পিক্স মিটতেই এবার বিরাট সিদ্ধান্ত নিলেন প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়া অর্চনা কামাথ (Archana Kamath)। প্যারিস অলিম্পিক্স থেকে ফেরার পরই টেবল টেনিস ছাড়লেন তিনি। নিজের কোচ অংশুল গর্গকে খেলা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন অর্চনা।
মাত্র ২৪ বছরের অলিম্পিয়ান তারকার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে বলে মনে করা হচ্ছিল। তবে টেবিল টেনিস খেলে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ নেই বলে মনে হয়েছে অর্চনার। তাই ভালো চাকরির আশায় বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তিনি। মনে করা হচ্ছে, তিনি তাঁর দাদার পথ অনুসরণ করতে পারেন। তাঁর দাদা নাসায় চাকরি করেন।
তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে এই নিয়ে কোচের সঙ্গে খোলাখুলি আলোচনা করেন তিনি। কোচের কাছে অর্চনা (Archana Kamath) জানতে চান যে, পরের অলিম্পিক্সের টেবিল টেনিস থেকে তাঁর পদক জয়ের সম্ভাবনা কতটা? এমন প্রশ্নে সংশয়ে পড়ে যান তাঁর কোচ। কেননা চার বছর পরে পরিস্থিতি কেমন থাকবে, তা নিয়ে আগেভাবে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। তাই টেবিল টেনিস ছেড়ে এবার পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্চনা।
আসলে এবারের প্যারিস অলিম্পিক্সে হতাশ করেছে ভারতের টেবল টেনিস টিম। ছেলে ও মেয়েদের টিম সব ইভেন্টে ব্যর্থ হয়েছে। এবার পদকের দাবিদার ছিল ভারতের টেবল টেনিস দল, কিন্তু তাদের এই পারফরম্যান্সে সকলেই হতাশ। এই পরিস্থিতিতে টেবল টেনিস থেকে সরে দাঁড়ালেন ভারতের তারকা অর্চনা কামাথ (Archana Kamath)। সব চেয়ে বড় কথা, টেবিল টেনিসে সেমিফাইনাল পর্যন্ত না পৌঁছতে পারলে কোনও বড় পুরস্কার বা অর্থও নেই। ফলে অনেকেই মনে করছেন ভারতে টেবল টেনিস খেলে পর্যাপ্ত টাকা না পাওয়ার জন্যই কেরিয়ার বদলের এই সিদ্ধান্ত অর্চনার।