নিউজ ডেস্ক: আবারও দুর্যোগের আশঙ্কা। বর্ষার চলতি মরশুমের শুরু থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে তেড়ে বৃষ্টি চলেছে। মৌসুমী বায়ু উত্তরবঙ্গ দিয়ে রাজ্যে প্রবেশ করার পর থেকে একটানা বেশ কিছুদিন উত্তরবঙ্গেই থমকে ছিল। অন্যদিকে এবছর নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ (West Bengal Weather) ঘটেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর আগামিকাল, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে। এমনিতেই চলতি বর্ষার মরশুমে উত্তরবঙ্গের সর্বত্র ভালোমতো বৃষ্টি হয়েছে। বৃষ্টি চলছে এখনও। জানা গিয়েছে, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টি (West Bengal Weather) হয়েছে তিলোত্তমা মহানগরীতে। শহর কলকাতায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার বিভিন্ন অংশে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশ। তা ধীরে ধীরে পশ্চিমের দিকে এগোচ্ছে। এরপর বাংলার উপর দিয়ে আগামী দুই তিন দিনে ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপ। আর এর জন্যই শনি-রবি কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather) রয়েছে। ফলে শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন, তাদের আজ বিকেলের মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে উত্তাল হবে সমুদ্র, ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই শনি ও রবিবার এই দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।