নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডের পর মেয়েদের নিরাপত্তা সুরক্ষিত করতে উত্তাল গোটা দেশ৷ তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে সাধারণ মানুষ৷ আর এই পরিস্থিতির মাঝেই এবার রাফ অ্যান্ড টাফ ক্রাইম ব্রাঞ্চ অফিসারের ভূমিকায় ফের পর্দায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। ‘মর্দানি’ ওয়েব সিরিজের তৃতীয় সিজন (Rani Mukerji Mardaani 3) আসতে চলেছে। সম্প্রতি ছবি মুক্তির দশ বছর পূর্তি উপলক্ষে যশ রাজ ফিল্মস আনুষ্ঠানিকভাবে এই সুখবরটি ঘোষণা করেছে।
২০১৪ সালে মুক্তি পায় ‘মর্দানি’৷ সেই ছবির সিক্যুয়েল আসে ২০১৯ সালে৷ দু’টি ছবিতেই মহিলা পুলিশ অফিসারের চরিত্রে অনবদ্য ছিলেন রানি মুখোপাধ্যায়৷ এই দুই সিজনের পর এবার ফের আরও একবার সমাজে বেড়ে চলা অপরাধ ও দুর্নীতি দমনে পুলিশের পোশাক গায়ে চড়াচ্ছেন ‘মর্দানি’ (Rani Mukerji Mardaani 3) অভিনেত্রী৷ এক নির্ভীক এবং দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ চরিত্র শিবানি শিবাজি রায়ের চরিত্রে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে৷ আসলে এই চরিত্রে ন্যায়বিচারের প্রতি তাঁর অসীম উৎসর্গ এবং বিপদের মুখে তাঁর সাহসিকতা তাঁকে একটি আইকনিক চরিত্রে পরিণত করেছে।
এ প্রসঙ্গে যশ রাজ ফিল্মস (YRF) ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করে পোস্টে লেখেন, “মর্দানি ১০ বছর সম্পন্ন করেছে৷ এবার অপেক্ষা করছে পরবর্তী অধ্যায়৷ উদযাপন করা হচ্ছে সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজী রয়ের সাহসিকতাকে৷”
এ প্রসঙ্গে রানি বলেছেন, ”আমি খুব খুশি এবং উত্তেজিত। মর্দানি ৩-এর চিত্রনাট্যটি আরও আকর্ষণীয়। একজন অভিনেতা হিসেবে, আমি তখনই চলচ্চিত্রে অভিনয় করায় বিশ্বাস করি, যখন গল্প সত্যিই খুব অর্থপূর্ণ হয়। মানুষের মন ছুঁয়ে যায়।” জানা গিয়েছে, ২০২৫ সালে ছবির (Rani Mukerji Mardaani 3) প্রডোকাশনের কাজ শুরু হবে ৷ সূত্রের খবর, যশ রাজ ফিল্মসের তরফে ইতিমধ্যেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু করে দেওয়া হয়েছে৷