নিউজ ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩-৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে রাজ্যের একাধিক জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েক জেলায়। উত্তরবঙ্গের পাশাপাশি দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি চলছে শহর কলকাতাতেও। গতকালও কলকাতা শহরে মুষলধারে বৃষ্টির জেরে একাধিক জায়গায় জল জমে গিয়েছিল। প্রবল বৃষ্টির জেরে জল জমছে নীচু এলাকাগুলিতে। এবার ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জোরালো বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি (Weather Update) চলবে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি চলবে দুই দিনাজপুর এবং মালদা জেলাতেও। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।
অন্যদিকে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী তিন থেকে চার দিন পরিস্থিতি কম-বেশি এমনই থাকবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে।
পাশাপাশি শনিবার সকাল থেকে শহর কলকাতায় মেঘলা আকাশ। আজ মহানগরীতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। শনিবারের পর আগামিকাল রবিবারেও কলকাতায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মোটের উপর আগামী কয়েকদিন কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।
অন্যদিকে বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। ফলে সমুদ্র হয়েছে উত্তাল, বিপদের আশঙ্কায় ইতিমধ্যেই পাড়ে ফিরেছেন মৎস্যজীবীরা। তাই আগামী দিন কয়েক মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতর তরফে।