নিউজ ডেস্ক: আরজি করের (Rg Kar Hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এবার সেই ঘটনাতেই সরব হলেন টলিউডের প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে পরাণ বন্দ্যোপাধ্যায় লেখেন, ”১৪ তারিখে দেখেছিলাম লক্ষ লক্ষ মা বোনেরা পথে নেমেছেন। বাংলায় নয় খালি, দেশে, বিদেশেও। এমনটা আগে দেখেছি বলে মনে পড়ে না। আমার জীবনে এই দৃশ্য আগে দেখিনি। স্বাধীনতার আগের রাতে পরাধীনতার শৃংখল ভাঙার গান গাওয়ায় আবার এগিয়ে ছিল বঙ্গনারী। সকলের একটাই দাবি ছিল জবাব চাই, বিচার চাই।”
একইসঙ্গে তিনি বলেন, ”আজ প্রায় ১৫ দিন হতে চলল লাগাতার মানুষ পথে নামছে। আওয়াজ তুলছে। বিচার চাইছে। তবে দোষীরা কিন্তু জানেন, একটা সময় মানুষ ভুলে যাবে, থিতিয়ে যাবে আন্দোলন (Rg Kar Hospital), এটা করলে চলবে না। যাঁরা এই নারকীয়, দানবীয়, পাশবিক ঘটনা ঘটিয়েছে এই সমাজে তাঁরা কিন্তু একটা সাহায্য পেয়ে, শক্তির অবলম্বন করেই এই অত্যাচারী ঘটনা ঘটিয়েছে। সবাই বুঝতে পারছে এটা একটা সংগঠিত অপরাধ। তাই এটার বিচার চেয়েছে। তাও একটা কথা বলতে চাই, যে প্রতিরোধ, যে ভাষা ধ্বনিত হয় যে সেটা যেন না থামে। যাঁরা এটা ঘটিয়েছে তাঁরা জানে মানুষ কিছুদিন পর ভুলে যাবে। কদিন ঘাপটি মেরে থাকার পর আবার সেই সাহায্য নিয়ে বুক ফুলিয়ে ঘুরবে। পুজোর আগে আবার এই হায়নারা অন্ধকার জঙ্গল পেয়ে যাবে। তাই এই প্রতিবাদ, প্রতিরোধ থামালে চলবে না। কণ্ঠ যেন রুদ্ধ না হয়ে যায় সতর্ক থাকতে হবে। প্রতিবাদ চালিয়ে যেতে হবে। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে।”
এরপর বাংলার নারীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন তাঁরা যেন বিচার না পাওয়া পর্যন্ত না থামে, তাঁদের পাশে অগণিত জনগণ আছে। পরিশেষে বলেন, ”আমার তো পৃথিবী ছাড়ার সময় হয়েই এসেছে। কিন্তু তাও ছাড়ব না। তোমাদের পাশেই আমি থাকব।”
অনেকেই পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই কথায় সমর্থন করেছেন। প্রসঙ্গত, আজ অর্থাৎ ২৪ অগাস্ট আবারও পথে নামছে টলিপাড়া। গত রবিবার অর্থাৎ ১৮ অগাস্টও বৃষ্টি মাথায় নিয়ে পথে নেমেছিলেন সকলে। চেয়েছিলেন তিলোত্তমার বিচার (Rg Kar Hospital) হোক। আজও দাবি এক। সকলের দাবি একটাই, ”জাস্টিস ফর আরজি কর।”