নিউজ ডেস্ক: প্রতি বছর, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রী কৃষ্ণের জন্মোৎসব পালন করা হয়। এ বছর এই উৎসব পালিত হচ্ছে ২৬ অগাস্ট ও ২৭ অগাস্ট। তবে ২০২৪ সালে একটি বিরল কাকতালীয়ভাবে কৃষ্ণ জন্মাষ্টমী (Janmastami 2024) পালিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, অষ্টমী তিথি শুরু হবে ২৬ অগাস্ট সকাল থেকে। দ্বাপর যুগে কৃষ্ণের জন্মের সময় যে নক্ষত্র ও যোগ গঠিত হয়েছিল, এ বছর কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালিত হবে।
পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়েছিল। তাই বাঙালি বাড়িতে এই দিন পঞ্চব্যঞ্জনে গোপালকে ভোগ দেওয়ার রীতি রয়েছে। লোকমতে প্রচলিত হিসেব বলে, এটা ৫,২৫০ তম জন্মাষ্টমী। কয়েক হাজার বছর আগের কথা। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর এক দুর্যোগময় রাতে বসুদেব আর দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। কিন্তু জন্মলগ্নের পরই কৃষ্ণের ঘর বদল হয়। গোকুলে বাবা নন্দ মা যশোদা-র ঘরে বেড়ে ওঠেন শ্রী কৃষ্ণ (Sri Krishna)। তাই হিন্দু রীতিতে এই তিথির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে।
জন্মাষ্টমী (Janmastami 2024) উপলক্ষে গোপালকে ৫৬ ভোগ দেওয়া হয়। মনে করা হয় এই ৫৬ ভোগেই কৃষ্ণ প্রসন্ন হন। ভাত , ডাল ,চাটনি ,কঢ়ী ,দই-সব্জির কঢ়ী, সিখরন , বড়া , শরবৎ , মঠরী , ফেনি এমন হরেক পদে সাজিয়ে দেওয়া হয় ভোগের থালা। তবে বাঙালি বাড়িতে হাতে তৈরি তালপোয়া, তালের বড়া, পায়েস, লুচি, পাঁচ ভাজা এমন না না পদে সাজানো হয় গোপালের ভোগের থালা।
তাই কৃষ্ণ জন্মাষ্টমীর (Janmastami 2024) দিন মন্দিরে এবং বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। সনাতন ধর্ম মতে, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় কৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। অপশক্তির হাত থেকে শুভশক্তিকে রক্ষার জন্য শ্রীকৃষ্ণ মথুরার অত্যাচারী রাজা কংসকে হত্যা করে মথুরায় শান্তি স্থাপন করেছিলেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে অবদান রাখে।