নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Incident) তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে। হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এই মিছিলের সম্ভাবনা রয়েছে। সেই কারণে কলকাতা ও হাওড়ার বেশ কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। নেওয়া হয়েছে কঠোর বিধিনিষেধও।
মঙ্গলবার ভোর থেকেই নবান্ন ও তার সংলগ্ন এলাকাগুলিতে কড়া পুলিশি নিরাপত্তা। শহরের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিভিন্ন জেলা থেকে একাধিক পুলিশ অফিসারদের এনে মোতায়েন করা হয়েছে।
ইতিমধ্যেই ১৩ জন এসপি পদমর্যাদা র্যাঙ্কের আইপিএস অফিসার, ১৫ জন অ্যাডিশনাল এসপি, ডিসি র্যাঙ্কের পদমর্যাদার অফিসার, ২২ জন ডেপুটি এসপি তথা অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাঙ্কের অফিসার ও ২৬ জন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসারদের মোতায়েন করা হয়েছে নবান্ন ও হাওড়া পুলিশের অধীনে। একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে নবান্নকে।
এছাড়াও নবান্ন এলাকায় ৫০০ বেশি সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় বাড়িতে বাড়িতেও থাকছে নজরদারি। অযাচিত ব্যক্তি প্রবেশ আটকানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে মনে হলে।
নবান্ন ও আশেপাশের এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে। নতুন গাড়ি ওই এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বৈধ কারণ দেখাতে পারলে তবেই প্রবেশের অনুমতি। আন্দুল রোড ও কোনা রোডে যে বাস চলাচল করবে মঙ্গলবার সেখানেও সাদা পোষাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নবান্ন ঢুকতে গেলেও আজ, মঙ্গলবার প্রত্যেককে অইডি কার্ড দেখাতে হচ্ছে।
হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড ও ময়দানে ব্যারিকেড করা হবে। পুলিশ, র্যাফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হবে। থাকছে জলকামানও। যদিও সোমবারই রাজ্য পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই নবান্ন অভিযান (Nabanna Abhijan) সম্পূর্ণরূপে বেআইনি।