নিউজ ডেস্ক: ‘এমার্জেন্সি’ মুক্তির আগেই আক্রমণের মুখে পড়লেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। জানা গিয়েছে, ছবির কারণে প্রাণনাশের হুমকি পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি পাওয়ার পরই পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা। একদল লোক তাঁকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। এই মর্মে পুলিশের কাছে সাহায্য চেয়েছেন কঙ্গনা।
আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
‘এমার্জেন্সি’ ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে,”আপনি যদি এই ছবি রিলিজ করেন, তবে সর্দারদের আপনাকে চড় মারতে হবে। আমি একজন অত্যন্ত গর্বিত ভারতীয়। আমি যদি আপনাকে আমার দেশে এবং আমার মহারাষ্ট্রের কোথাও দেখি, আমি কেবল একজন শিখ এবং একজন গর্বিত মারাঠি হিসাবে এই কথা বলছি না। তবে আমার সমস্ত হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম ভাইরাও আপনাকে জুতো দিয়ে স্বাগত জানাবে।” অন্যদিকে অপর একজন বলেন, ”যদি সিনেমায় তাঁকে (খলিস্তানি জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রানওয়ালে) জঙ্গি হিসাবে দেখানো হয়, তাহলে মনে রাখবেন সেই মানুষটার (ইন্দিরা গান্ধী) কী হয়েছিল যাঁর সিনেমা আপনি করছেন।” তিনি আরও বলেন, ”ইতিহাস বদলানো যায় না। যদি তারা শিখদের ছবিতে সন্ত্রাসী হিসাবে চিত্রিত করে, তবে মনে রাখবেন যে যার ছবিতে এটি করছে তার সাথে কী দৃশ্য ঘটবে। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের দিকে আঙুল তুলবে, আমরা শুধু তাদের দিকে আঙুলই নয়… তাদের মাথাও কেটে ফেলতে পারি।”
সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি সামনে আসার পরই অনেকেই কঙ্গনার (Kangana Ranaut) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিও শেয়ার করে এবং মহারাষ্ট্রের ডিজিপি ও হিমাচলপ্রদেশ ও পাঞ্জাব পুলিশের উদ্দেশে আবেদন জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা লিখেছেন, “দয়া করে বিষয়টি দেখুন।”