নিউজ ডেস্ক: এখনও কাটেনি নিম্নচাপের জের। বুধ-বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কমলেও শুক্রবার থেকে ফের হবে আবহাওয়ার (Weather Update) পরিবর্তন, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও সকাল সকাল রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে বুধবার। কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার কলকাতা শহর সহ বাংলার একাধিক জেলার আকাশ কালো মেঘের আড়ালে লুকিয়ে যাবে। সেইসঙ্গে নামবে ঝমঝমিয়ে বৃষ্টি। হাওয়া অফিসের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই বাংলারজুড়ে মুষলধারে বৃষ্টি নামতে চলেছে।
তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update) আপাতত নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে অধিক বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর ও মালদহে। সেখানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ও আগামীকাল উত্তরের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু অংশে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। দুপুর পর্যন্ত নিবিড় ভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। তবে শুক্রবার থেকে ফের একবার আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উল্লেখ্য, নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ (Weather Update) তৈরি হবে আগামিকাল, অর্থাৎ বৃহস্পতিবার। পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব পড়বে বাংলা এবং ওড়িশায়। শুক্র ও শনিবার ওড়িশায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারনেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।