নিউজ ডেস্ক: অল্প বয়স থেকেই ছেলেদের লিঙ্গ সমতা ও সংবেদনশীলতা নিয়ে শিক্ষা দেওয়া উচিত। মঙ্গলবার মহারাষ্ট্রের বদলাপুরে স্কুলেই দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনার মামলায় শুনানিতে এমনটাই বলল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। হাইকোর্ট জানিয়েছে, ‘অল্প বয়স থেকেই ছেলেদের কোনটা সঠিক আর কোনটা বেঠিক আচরণ, তা শেখানো উচিত। যতদিন আমরা নিজেদের সন্তানদের সমতা নিয়ে শিক্ষা দেব না, ততদিন কিছু বদলাবে না। নির্ভয়ার মতো আইন কাজে আসবে না।’
আসলে বদলাপুরে স্কুলেই ৪ বছরের দুই শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করে বম্বে হাইকোর্ট (Bombay High Court)। ওই মামলার শুনানিতেই বিচারপতি রেবতী মোহিত দেরে ও বিচারপতি পৃথ্বীরাজ চভনের ডিভিশন বেঞ্চের তরফে পর্যবেক্ষণে একথা বলা হয়। হাইকোর্টের তরফে আরও বলা হয়, “আমরা সবসময় মেয়েদের নিয়ে কথা বলি। কিন্তু ছেলেদের কেন শেখাই না কোনটা সঠিক, কোনটা বেঠিক? সমাজে পুরুষতান্ত্রিকতা ও অরাজকতা চলতেই থাকবে। তাই অল্প বয়স থেকেই তাদের মানসিকতা পরিবর্তন করার প্রয়োজন। নারীদের সম্মান করার শিক্ষা দিন।”
এছাড়াও বদলাপুর মামলায় আদালত একজন অবসরপ্রাপ্ত পুলিশ, অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ এবং শিশু কল্যাণ কমিটির সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন। সেইসঙ্গে হাইকোর্ট (Bombay High Court) জানিয়েছে, আমরা একটি সমন্বিত কমিটি চাই যা স্কুলগুলিতে কীভাবে এই আইনগুলি প্রয়োগ করা যায়, সে বিষয়ে সুপারিশ করবে।
সম্প্রতি বদলাপুরের একটি স্কুলে দুই নাবালক পড়ুয়াকে যৌন হেনস্থা করে স্কুলের এক সাফাইকর্মী। এই ঘটনাকে ঘিরে প্রতিবাদের ঝড় ওঠে। দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ হিংসাত্মক রূপ নেয়। রেল অবরোধ করা হয়। পুলিশকে লক্ষ্য করে ইট-বৃষ্টি চলে। শিশু নির্যাতনের ওই ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্ত নিয়ে উষ্মা প্রকাশ করে আদালত। নির্যাতিত শিশুর অভিভাবককে ঘণ্টার পর ঘণ্টা থানায় বসিয়ে রাখার ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ করা হয়। পুলিশের আরও সংবেদনশীল হওয়া উচিত ছিল, এমনটাও বলা হয় বম্বে হাইকোর্টের তরফে।