নিউজ ডেস্ক: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের (RG Kar News) প্রতিবাদে উত্তাল গোটা দেশ, রাজ্য ও রাজনীতি। এই আবহেই প্রকাশ্যে এসেছে মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির (Malayalam Film Industry) অন্দরে ঘটে যাওয়া মহিলাদের ওপর অত্যাচারের রিপোর্ট। আর এর পরেই এবার নিজেদের ইন্ডাস্ট্রির নারীদের পাশে দাঁড়িয়ে সরব বাংলা বিনোদন দুনিয়া। এই পরিস্থিতিতেই বাংলা ইন্ডাস্ট্রির যৌন হেনস্তার বিরুদ্ধে সোচ্চার হন ঋতাভরী চক্রবর্তী।
ঋতাভরীকে সমর্থন করেন রূপাঞ্জনা মিত্র, অনীক দত্ত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়রাও। এমন অবস্থায়, টলিউডে কাজের পরিবেশ ঠিক রাখার দাবি জানিয়ে চিঠি দিয়েছে উইমেনস’ ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কাস (Womens’ Forum for Screen Workers+)। সংস্থার নামের পাশে একটি প্লাস চিহ্নও রয়েছে।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও লাঞ্ছনা, হেনস্থা, কাস্টিং কাউচের শিকার মহিলা কর্মীরা? আরজি কর কাণ্ড বাংলাকে একেবারে অন্দর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। মুখ খুলেছেন প্রায় প্রত্যেকে। রাস্তায় প্রতিবাদে, আন্দোলনে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এবার বিনোদন দুনিয়ায় মহিলাদের সুরক্ষার দাবিতে তৈরি হল ‘উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স’ (Womens’ Forum for Screen Workers)। মঙ্গলবার সারাদিন ধরে বিনোদন দুনিয়ার একাধিক খ্যাতনামা শিল্পীরা নিজেদের দাবি সমেত একটি চিঠি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে রয়েছে তাঁদের সইও। পঞ্চাশেরও বেশি মহিলা কর্মীর নাম মিলল সেখানে, যাঁদের কেউ অভিনেত্রী, কেউ সিনেমাটোগ্রাফার, কেউ গায়িকা, কেউ স্টাইলিস্ট।
চিঠিতে অপর্ণা সেন, শাশ্বতী গুহঠাকুরতা, অনুরাধা রায়, শকুন্তলা বড়ুয়া, চৈতালী দাশগুপ্তর মতো বর্ষীয়ান অভিনেত্রীর নাম যেমন রয়েছে, তেমনই রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, দামিনী বেণী বসু, সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, প্রিয়াঙ্কা সরকারদের নাম।
ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন ও টেলি অ্যাকাডেমির চেয়ারম্যানকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে লেখা, “প্রত্যেকদিন আমাদের নানা ভাবে যৌন হেনস্তার শিকার হতে হয়। পাশাপাশি নিয়মিতভাবে নারী, শিশু এবং প্রান্তিক পরিচয়ের মানুষদের নির্যাতনের কথাও শোনা যায়। তবুও, আমাদের কাছে এমন কোনও কার্যকরী সহায়তা ব্যবস্থা নেই যেখানে ভারতীয় আইন অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিকারের দাবি জানাতে পারি।”