নিউজ ডেস্ক: নিম্নচাপের ভ্রুকুটি যেন বাংলার আকাশ থেকে কিছুতেই সরছেনা। বৃহস্পতিবার সকাল থেকেই মূলত আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও পরিষ্কার আকাশ (Weather Update) থাকলেও কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷ একইসঙ্গে আবহাওয়া দফতর এও জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।
আগামী দুদিন দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির পূর্বাভাস (Weather Update) না থাকলেও শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে এই জেলাগুলির দু-এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
অন্যদিকে, কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। দুপুর ও বিকেলে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে কমবে বৃষ্টির পরিমাণ। ফলে চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আবহাওয়া দফতর তরফে জানা গিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ২৯ আগষ্ট উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ (Weather Update) তৈরি হবে। এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায়। এরপর এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। পরবর্তী দু’দিনে এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। ফলে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। শুক্র ও শনিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময় সমুদ্র উত্তাল হবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইরে সমুদ্রে।