নিউজ ডেস্ক: ফরাসি কিংবদন্তি প্যারা সাঁতারু থিও কুরিনের ওয়েলকাম টু প্যারিস ধ্বনি ও পিয়ানোর সুরে উদ্বোধন হল প্যারালিম্পিক্সের (Paris Paralympics 2024)। এই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে লা কনকর্ডে-তে হল অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাখ। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার আগে চিনের বিখ্যাত মার্শাল আর্টিস্ট ও অভিনেতা জ্যাকি চ্যান মশাল বহন করলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তাঁকে স্বাগত জানান ফরাসি রাষ্ট্রপ্রধান।
ফরাসি শিল্পীদের পারফরম্যান্স, অ্যারোবেটিক্স শো, অ্যাথলিটদের প্যারেডের পর ধীরে ধীরে উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি অ্যালফাবেট অনুযায়ী প্রবেশ করল ভিন্ন দেশের প্যারালিম্পিয়ানরা। অন্য সব দেশের মত রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে এবার প্যারিসে পৌঁছে গিয়েছেন ভারতের প্যারাঅ্যাথলিটরা। উল্লেখ্য, এবার প্যারালিম্পিক্সে মোট ২২টি খেলা রয়েছে। তার মধ্যে ১২টিতে অংশ নেবে ভারত। সবমিলিয়ে প্যারলিম্পিক্সে অংশ নিচ্ছে ১৬৮টি দেশ।
তবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে (Paris Paralympics 2024) নজর ছিল ভারতের দিকে। হাঙ্গেরির পর প্রবেশ করে ভারতীয় অ্য়াথলিটরা। ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে এদিন পতাকা বইলেন সুমিত আন্তিল ও ভাগ্যশ্রী যাদব। শাড়ি এবং পাঞ্জাবিতেই প্রবেশ ভারতীয় টিমের। সুমিত আন্তিল জ্যাভলিন থ্রোয়ার। টোকিও গেমসে সোনা জিতেছিলেন। এ বারও তাঁর থেকে এমনই প্রত্যাশা। আর এক পতাকা বাহক ভাগ্যশ্রী যাদব শট পাটে অংশ নেন। সব মিলিয়ে, প্যারালিম্পিক্সে (Paris Paralympics 2024) ৮৪ জন প্রতিনিধি থাকছে ভারতের। টোকিওতে প্রতিযোগীর সংখ্যা ছিল ৫৪। তাই এবার প্রতিযোগীর সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বাড়বে পদকের সংখ্যা, এমনটাই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দিনকয়েক আগে প্যারালিম্পিক্স (Paris Paralympics 2024) কন্টিনজেন্টের সঙ্গে ভারচুয়ালি সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী। আর এদিন উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্যারা অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে বিশেষ বার্তা দেন তিনি। এক্স হ্যান্ডেলে লেখেন, “আমাদের ভারতীয় কন্টিনজেন্টকে শুভেচ্ছা জানাচ্ছে ১৪০ কোটি ভারতীয়। প্রত্যেক অ্যাথলিটের সাহস এবং দৃঢ়তা গোটা দেশের কাছে এক অনুপ্রেরণা। তাঁদের হয়ে গলা ফাটাবে গোটা দেশ।”
বিশেষভাবে সক্ষম অ্যাথলিটদের শো দেখার অপেক্ষায় ক্রীড়া বিশ্ব। অলিম্পিক্স সফলভাবে আয়োজনের পর এবার প্যারালিম্পিক্স সফলভাবে সম্পন্ন করাই লক্ষ্য আয়োজক ফ্রান্সের।