নিউজ ডেস্ক: ফের আলোচনার শিখরে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary of West Bengal)। ২০২৩ সালের মে মাসে মুক্তি পেয়েছিল পরিচালক সানোজ মিশ্রর ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার। ঝলক মুক্তি পেতেই গোটা বাংলায় বিতর্ক উঠেছিল। এমনকী, বাংলার পুলিশ পরিচালককে বাংলার সম্মানকে ক্ষুন্ন করার অভিযোগে আইনি নোটিসও পাঠিয়েছিল। সম্প্রতি সেই ঝলক দেখে এই ছবির মুক্তির স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজীব কুমার ঝা নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই মামলা রীতিমতো গুরুত্বই দিলেন না।
হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম এ প্রসঙ্গে বলেন, ”সিনেমা বা বই নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। ইচ্ছে হলে দেখুন, না হলে দেখবেন না। কেউ কারও ওপর কিছু চাপিয়ে দিচ্ছে না।”
এ প্রসঙ্গে মামলাকারীর বক্তব্য, সিনেমাটিতে (The Diary of West Bengal) কিছু সাম্প্রদায়িক দৃশ্য রয়েছে। তা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা তাঁর। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাকারীর কাছে জানতে চান, তিনি সিনেমাটি দেখেছেন কি না। জবাবে মামলাকারী জানান, তিনি দেখেননি, কারণ সিনেমাটি এখনও মুক্তি পায়নি। এরপর হাইকোর্টের পর্যবেক্ষণ, এ ভাবে কোনও ছবির মুক্তি আটকানো যায় না। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, সেন্সর বোর্ড ছাড়পত্র দিলে তা মুক্তি পাবে। উচ্চ আদালত এ-ও জানিয়েছে, মুক্তির পর ছবির কোনও দৃশ্য নিয়ে আপত্তি থাকলে মামলাকারী তা আদালতকে জানাতে পারেন। সেই অংশটুকু বিবেচনা করে দেখবে হাই কোর্ট।
উল্লেখ্য, সম্প্রতি কিছুদিন ধরেই ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালক সনোজ মিশ্রকে নিয়ে আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায় ৮ দিন নিখোঁজ থাকার পর বারাণসীতে খোঁজ মেলে বিতর্কিত এই ছবির পরিচালকের। পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশের জেরার মুখোমুখি হওয়ার পরই নাকি তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সনোজ মিশ্রর খোঁজ পাওয়া যায় বারাণসীর অসসি ঘাটে। এরপর পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। ১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ (The Diary of West Bengal) ছবি মুক্তি পাওয়ার কথা ৩০ অগাস্ট।