নিউজ ডেস্ক: গত কয়েকদিনের মেঘলা আকাশ কাটিয়ে আজ, শুক্রবার ঝলমলে রোদের দেখা মিলেছে বঙ্গে, সঙ্গে নীল আকাশে পেঁজা তুলোর আনাগোনা। আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update) নেই। তবে নিম্নচাপের কারণে বঙ্গোপসাগর উত্তাল হবে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আরব সাগরে। তবে এই দুয়ের কারণে বাংলায় খুব বেশি প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নিয়ে উদ্বেগ না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছেই।
উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোতে অর্থাৎ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির (Weather Update) সামান্য সম্ভাবনা থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
অন্যদিকে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল হবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সমুদ্রে। যার জেরে দক্ষিণবঙ্গে বিকেলের পর হওয়া বদল ঘটবে। এরপর শনিবার থেকে ফের বৃষ্টি। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির সম্ভবনা। দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা। তবে খুব ভারী বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে নেই। বৃষ্টির সময়টুকু বাদ দিলে আগামী ৭২ ঘণ্টা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় আর্দ্রতা জনিত অস্বস্তি তীব্র হতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি কলকাতায় আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। সকালে পরিষ্কার আকাশ থাকলেও দুপুরের দিকে আকাশ মেঘলা (Weather Update) হতে পারে। দুপুর ও বিকেলে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামিকাল, শনিবার আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। ফলে চড়া রোদে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আর এই নিম্নচাপের জেরে বৃহস্পতিবারই সন্ধের মধ্যে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্র ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কারণ শুক্রবারের পর শনিবার থেকে সমুদ্র আরও উত্তাল হবে।