নিউজ ডেস্ক: পুজোর আগেই শহরবাসীর জন্য বড় ঘোষণা কলকাতা মেট্রোর। আর রবিবারের ছুটি নয়। এবার থেকে রবিবারও চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। এদিন বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। কয়েক মাস আগেই গঙ্গার নিচে মেট্রো (Underwater Metro on Sunday) পেয়েছে কলকাতা। যা নিয়ে গোটা দেশেই চড়েছিল উন্মাদনার পারদ। আর এরইমধ্যে পুজোর আগেই কলকাতাবাসীর জন্য বড় সুখবরের কথা শোনাল মেট্রো কর্তৃপক্ষ।
অপেক্ষা ১ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর, রবিবার থেকেই গ্রিন লাইনে মেট্রো দৌড়বে। এর আগে সোমবার থেকে শনিবার পর্যন্ত এই রুটে মেট্রো চালানো হত। কিন্তু এবার থেকে সপ্তাহে ৭ দিনই গঙ্গার নীচ দিয়ে (Underwater Metro on Sunday) ছুটবে মেট্রো। পুজোর আগে, এই নয়া পরিষেবা, কার্যত যাত্রীদের জন্য উপহারস্বরূপ।
মেট্রো জানাচ্ছে, রবিবার আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে গঙ্গার নিচের মেট্রো। পরে তা নিয়মিত করা হবে বলে জানানো হয়েছে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত (Underwater Metro on Sunday) চলবে গ্রিন লাইনের মেট্রো। দুপুর ২টো ১৫ মিনিটে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে। ১৫ মিনিট পর পর মিলবে পরিষেবা। সারাদিনে আপ ও ডাউনে ৩১টি করে ৬২ টি মেট্রো চালানো হবে। আর রাতে সর্বশেষ মেট্রোটি পাওয়া যাবে ৯টা ৪৫ মিনিটে। স্বভাবতই এই খবরে খুশি যাত্রীরা।
এই মেট্রো রুট চালু হয়ার পর থেকেই সোম থেকে শনি নির্দিষ্ট সময় পর পর হাওড়া ময়দান এসপ্ল্যানেড রুটে মেট্রো চলত। যার জেরে হাওড়া-কলকাতায় অফিসযাত্রীদের যাতায়াতে খুব সুবিধা হয়। এই রুটে যাত্রী সংখ্যাও ভালোই। স্বাভাবিকভাবেই গ্রিন লাইনের এই লক্ষ্ণীলাভে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সম্ভবত সেই বাণিজ্যিক সাফল্যের হাত ধরে আরও এগিয়ে যেতেই এই সিদ্ধান্ত নেওয়া হল। আর মাঝে হাতে গোনা কয়েকদিন। তারপরই রবিবারে ছুটবে গঙ্গার নিচ দিয়ে মেট্রো।