নিউজ ডেস্ক: শান্তিপূর্ণ মিছিলে যে কোনও বাধা দেওয়া যাবে না, সেই বার্তা আগেই দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার কলকাতায় আরও একটি মিছিলে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। আরজি করে (RG Kar Rally) চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে পথে নামতে চেয়েছেন বুদ্ধিজীবীদের একাংশ। এবার সেই মিছিলেই সম্মতি দিল কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, আরজি করের (RG Kar Rally) ঘটনার পর একাধিক মিছিল হয়েছে শহরে। দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। সেরমই এক প্রতিবাদ মিছিল করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন বুদ্ধিজীবীরা।
আগামী ৩ সেপ্টেম্বর রবীন্দ্রসদন থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করতে চান তাঁরা। ‘কালচারাল অ্যান্ড লিটারারি বেঙ্গল’-এর তরফে হওয়ার কথা এই মিছিল।
কিন্তু কলকাতা পুলিশ তাদের অনুমতি দেয়নি বলে আদালতে দ্বারস্থ হতে হয় তাঁদের। আজ, শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। এদিন শুনানি শুরু হলে, রাজ্য জানায় মিছিলের (RG Kar Rally) সময় নিয়ে আপত্তি আছে তাদের। সংগঠনের তরফে আইনজীবী বলেন, শান্তিপূর্ণ মিছিল করতে পুলিশ বাধা দিচ্ছে। ৩ সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড়ে এক হাজার জনের মিছিলের অনুমতি চাওয়া হয়েছে।
এরপর রাজ্যের তরফে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, শুধু সময় বদলাতে চাইছে রাজ্য, কারণ ওই সময় অফিস ছুটি হয়। কিন্তু এরপরেই বিচারপতি অমৃতা সিনহা রাজ্যকে বলেন, “চারিদিকে যে বিক্ষোভ হচ্ছে, শুধু সময় বেঁধে দিয়ে আপনি কি সেটা আটকাতে পারবেন?” তবে সময় ছাড়া রাজ্য কোনও আপত্তি না করায় শেষ পর্যন্ত শান্তিপূর্ণ মিছিলে অনুমোদন দিয়েছে আদালত।
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে গত ৯ অগস্ট এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। সুবিচারের আশায় এখনও কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা। বর্তমানে এই ন্যক্কারজনক ঘটনার বিচারের অপেক্ষায় গোটা দেশ।