নিউজ ডেস্ক: সোমবার কৌশিকী অমাবস্যায় রাজ্যের বেশির ভাগ জেলাতেই মূলত পরিষ্কার আকাশ ৷ তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ (Weather Update) হতে পারে। আগামী কয়েক দিনে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি অল্প সময়ের জন্য হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) খুব সামান্য সম্ভাবনা রয়েছে। একিসঙ্গে এদিন দুই-তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
তবে সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি (Weather Update) হলেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। বরং দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার হাতেগোনা কয়েকটি অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি।
অন্যদিকে কলকাতায় আজ, সোমবার সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। কারন স্বল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির (Weather Update) সামান্য সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাই চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি (Weather Update) অন্ধ্র ও ওড়িশার দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়বে। এবং তারফলে আগামীদিনে রাজ্যে বিশেষত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।