নিউজ ডেস্ক: আরজিকর কাণ্ডের প্রতিবাদে (RG Kar Protest) দেশজুড়ে সরব হয়েছেন বিনোদন জগত থেকে শুরু করে বিশিষ্ট মহলের মানুষজন। প্রতিবাদে মুখর গোটা রাজ্য। বৃদ্ধা থেকে শিশু, সাধারণ মানুষ থেকে সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টরা পা মিলিয়েছেন প্রতিবাদ মিছিলে, গলা মিলিয়েছেন স্লোগানে। কেউ পথে নেমে প্রতিবাদ দেখিয়েছে, কেউ আবার নিজেদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচার চেয়ে প্রতিবাদ দেখিয়েছেন। যা দেখে এবার প্রশংসা করলেন মিঠুন চক্রবর্তী।
তাঁর বক্তব্য, “এই বাংলায় দেখতে চেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে।” এছাড়াও তিনি আন্দোলনকারী দের উদ্দ্যেশ্যে বলেন,”এই আন্দোলনে রাজনীতির উপরে উঠে সবাই যেন একসঙ্গে থাকি। এই বক্তব্য কোন বিজেপি নেতার নয়, এটা মিঠুন চক্রবর্তীর বক্তব্য।”
প্রসঙ্গত আরজি কর কাণ্ডের প্রতিবাদ (RG Kar Protest) করে প্রায় রোজই বিচার চেয়ে মহানগরীতে প্রতিবাদের মহামিছিল চলছে। নাগরিক সমাজের পাশাপাশি, মিছিলে পা মিলিয়েছেন তারকারা। ফের রাত দখলে নেমেছে নাগরিক সমাজ। রবিবার রাতে ধর্মতলায় ধর্নায় সামিল হলেন স্বস্তিকা, সোহিনী, দেবলীনারা। গানে-স্লোগানে প্রতিবাদ চলল সোমবার ভোর পর্যন্ত। ছিলেন অপর্ণা সেন, বাদশা মৈত্র, সাহেব চট্টোপাধ্যায়রাও। অন্যদিকে, গোলপার্ক থেকে কালো পোশাকে, মৌন মিছিল করেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন পড়ুয়ারা। এছাড়াও দিকে দিকে নানা সংগঠনের প্রতিবাদ মিছিল তো থাকছেই। সকলের একটাই দাবি, ‘জাস্টিস ফর আরজি কর’। আর এই প্রতিবাদী বাংলাকে দেখে গর্বিত অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
তবে উল্লেখ্য, দিন পনেরো আগেই আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের কড়া প্রতিক্রিয়া দিতে গিয়ে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বলেছিলেন, “আমি অনেক দিন ধরে, অনেক জায়গায় একই কথা বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে। বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি। যত দ্রুত সম্ভব তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক। এটাই আমার কাছে সবথেকে বড় কাম্য।” তবে বিগত তিন সপ্তাহে বাংলার প্রতিবাদী সত্ত্বা দেখে এবার মত বদলে নিলেন মহাগুরু।