নিউজ ডেস্ক: আরজি কর কান্ডের (RG Kar Issue) ২৪ দিন পার। এবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি নিয়ে লালবাজার অভিযানে নামলেন জুনিয়র চিকিৎসকরা। সপ্তাহের শুরুতেই সোমবার, দুপুর ২টোর সময় কলেজ স্কোয়ার থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা হলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? এই প্রশ্ন তুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা।
এদিন হাতে গোলাপ নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হন তাঁরা। পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গোলাপ দিয়ে বিদায় জানাতে চান জুনিয়র ডাক্তাররা। এমনটাই দাবি তাঁদের। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ”না, কোনও সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসারণ বা পদত্যাগ চান তাঁরা। তাই প্রতিকী মেরুদণ্ড আর গোলাপ নিয়ে মিছিল শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা।”
অন্যদিকে লালবাজারের এই অভিযানে জুনিয়র ডাক্তারদের রুখতে ‘লৌহকপাট’ কলকাতা পুলিশের। ফিয়ার্স লেন, বউবাজার-সহ সহ বেশ কয়েকটি পয়েন্টে ৯ ফুট উচ্চতার লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। ব্যারিকেড বাঁধা হয়েছে বিশাল শিকলে। একই ভাবে ব্যারিকেডের কাছে নজর রাখতে বসানো হয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা। যাতে বড় রকমের কোনও অশান্তি হলে ওই ক্যামেরায় ওঠা ফুটেজ থেকে পরবর্তী সময়ে চিহ্নিত করা যায়। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে লাঠি-কাঁদানে গ্যাস হাতে প্রস্তুত বিশাল পুলিশ বাহিনী।
উল্লেখ্য, আজকের জুনিয়র চিকিৎসকদের এই মিছিলে (RG Kar Issue) শামিল হন কামদুনির প্রতিবাদী টুম্পা কয়ালও। কামদুনি মামলার তদন্তের দায়িত্বেও ছিলেন বিনীত গোয়েল। টুম্পাদের কথায়, কোনও কামদুনির মতো পরিণতি যেন আর জি কর মামলার না হয়।
অন্যদিকে বুধবার মানববন্ধনের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডাক্তার ফ্রন্ট। ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকরা আগামী বুধবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলকে ঘরের আলো নিভিয়ে রাখার অনুরোধ করেছেন। ওই সময়ে মানববন্ধন করবেন তাঁরা।