নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে (RG Kar Incident) চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে এখনও চলছে প্রতিবাদ। দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা৷ ডাক্তারদের কর্মবিরতির ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা৷ তাই আজ থেকে আরজি কর ও ন্যাশনাল মেডিক্যাল কলেজের গেটে ২৪ ঘণ্টায় হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ৷
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বুধবার সকাল থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ (RG Kar Incident) আর ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পৌর সহায়তা কেন্দ্র চালু হল। গেটের বাইরে থাকছে একটি স্টল যাতে লেখা থাকবে ‘মে আই হেল্প ইউ’ ৷ সকাল থেকে ৮ ঘণ্টা করে ৪ দফায় এই শিবিরে কাজ করবেন কর্মীরা।
এ প্রসঙ্গে কর্পোরেশনের এক আধিকারিক জানিয়েছেন, যে রোগীদের অবস্থার অবনতি হওয়ার পরেও হাসপাতালে ভর্তি হতে পারছেন না, তাদের হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের যৌথ প্রচেষ্টায় অন্যত্র ভর্তি করা হবে। পাওয়া যাবে অ্যাম্বুলেন্সের সুবিধাও৷
যদিও এর আগেই নিহত চিকিৎসকের স্মরণে আরজি কর মেডিক্যাল (RG Kar Incident) কলেজে জুনিয়র ডাক্তাররা চালু করেছিল ‘অভয়া ক্লিনিক’। টেলিমেডিসিন পরিষেবা পাওয়ার জন্য ৪টি হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে৷
তবে এই পরিষেব যথেষ্ট নয় ৷ বিভিন্ন মেডিক্যাল কলেজে গিয়েও রোগীদের ফিরতে হচ্ছে। ফলে এক চরম অসহায় অবস্থার মুখে দাঁড়িয়ে রোগী ও তাঁর পরিবার পরিজন। তাই এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রোগী ভোগান্তির ঘটনা এড়াতে এই বিকল্প পথ নিল কলকাতা কর্পোরেশন৷
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের (RG Kar Incident) ২৫ দিন পর আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই৷ যদিও সিবিআই-এর তরফে তাঁকে গ্রেফতারের কারণ হিসেবে হাসপাতালে আর্থিক দুর্নীতি দেখানো হয়েছে৷ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার কোনও কিনারা হয়নি এখনও। আর এই ঘটনারই সুবিচারের অপেক্ষায় গোটা দেশ।