নিউজ ডেস্ক: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী বৃস্পতিবার, ৫ সেপ্টেম্বর থেকে ব্লু লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা৷ এই বাড়তি মেট্রো (Kolkata Metro) চালানোর ফলে কলকাতা মেট্রোর ১৬টি স্টেশনের যাত্রীরা আরও সকালে মেট্রো পাবেন। ফলে অসিফ কাছারি যেতে আরও খানিক সুবিধা হবে যাত্রীদের।
কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এবার মহানায়ক উত্তকুমার থেকে সকালে প্রথম মেট্রো ছাড়বে ৬টা ৫৫ মিনিটে। এতদিন কবি সুভাষ থেকে সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো ছাড়ার পর উত্তমকুমারে আসতে প্রায় ৭টা ১০ মিনিট হয়ে যেত। অর্থাৎ উত্তম কুমার স্টেশনে প্রায় ১৫ মিনিট এগিয়ে আসল প্রথম মেট্রোর সময়। অন্য দিকে, ওই একই দিন সকালে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী একটি পরিষেবা চালু করা হচ্ছে।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ ট্রেন ছাড়বে সকাল ৭ টা ৫৪ মিনিট।
এই শাখায় আপ এবং ডাউন মিলিয়ে সোম থেকে শুক্র পর্যন্ত ২৮৮টি পরিষেবা মেলে। কিন্তু বৃহস্পতিবার থেকে ওই শাখায় আরও দু’টি পরিষেবা বাড়ছে বলে জানিয়েছে রেল। সারা সপ্তাহ ধরে বাকি পরিষেবা যেমন চলে, তেমনই চলবে। সেই সব পরিষেবার সময়সূচিতে কোনও বদল আনা হয়নি। অর্থাৎ দুই প্রান্তিক স্টেশন থেকেই সকাল ৬টা ৫৫ মিনিটে প্রথম মেট্রো ছাড়বে।
এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, এতদিন আপ অভিমুখে চলত ১৪৪টি মেট্রো। আর ডাউন অভিমুখে চলত ১৪৪টি মেট্রো। কিন্তু ৫ সেপ্টেম্বর থেকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৯০। আপ অভিমুখে ১৪৫টি মেট্রো চালানো হবে। আর ডাউন অভিমুখে ১৪৫টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সপ্তাহান্তে ওই দুটি বাড়তি মেট্রো চালানো হবে না। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। আর ব্লু লাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যে স্পেশাল নাইট সার্ভিস মেট্রো চালানো হয় সেটির সময় অপরিবর্তিত থাকছে৷ অর্থাৎ স্পেশাল ট্রেনটি কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার জন্য ছাড়বে রাত ১০.৪০ মিনিটে।