নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে ভ্যাপসা গরমে ক্রমশই বাড়ছে অস্বস্তি। গরমে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলায়। তবে এরই মাঝে কিছুটা স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ (Weather Updates) তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। অন্ধ্রপ্রদেশ উপকূলের ঘূর্ণাবর্ত আজ, বৃহস্পতিবারই মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি করবে। এর প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে।
পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির (Weather Updates) সম্ভবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।
তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা (Weather Updates) কম। খুব হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দু-এক জেলার কয়েক জায়গায়। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্র-শনি-রবিবার সেই বৃষ্টি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে।
অন্যদিকে কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। ফলে চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি (Weather Updates) বাড়বে। বেলায় কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উল্লেখ্য, অগাস্ট মাস জুড়ে বৃষ্টি পরিস্থিতি ছিল গাঙ্গেয় বঙ্গে৷ নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার সৌজন্যে দক্ষিণবঙ্গ প্রচুর বৃষ্টিপাত হয়েছে৷ কিন্তু চলতি মাসে বঙ্গের উপকুলে নিম্নচাপের ভ্রুকুটি নেই৷ ঘনীভুত হচ্ছে না ঘূর্ণাবর্ত৷ তবে আবহবিদরা বলছেন, নিম্নচাপ ঘনীভূত হতে পারে ৷ সেই সম্ভাবনা এখনও দূর হয়নি। আপাতত চলতি সপ্তাহে হালকা মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বাড়তি শঙ্কা হিসেবে বজ্রপাত হতে পারে ৷