নিউজ ডেস্ক: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় উত্তাল গোটা দেশে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ, আন্দোলন। আর এরই মধ্যে এবার নারীদের ওপর অত্যাচারের গল্প নিয়ে আসছে আতিউল ইসলামের নতুন ছবি (Tollywood New Film) ‘দানব’। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে রূপসা মুখোপাধ্যায় ও পিয়ায় খানকে।
গোটা রাজ্য যখন জ্বলছে আর আরজি কর কাণ্ডের আঁচে, ন্যায়বিচারের দাবিতে যখন উত্তাল কলকাতার রাজপথ তখন পর্দায় ফুটে উঠবে নারীদের ওপর অত্যাচার এবং তার থেকে নিস্তার পাওয়ার গল্প।
এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার (Tollywood New Film) শেয়ার করে পরিচালক লিখেছেন “যে মাটিকে ‘মা দুর্গা ‘ রুপে আমরা পুজো করি, সেই মাটিতেই মায়েদের ওপর হচ্ছে নৃশংস অত্যাচার। ঠিক তখনই দানব-এর জন্ম হয়। একটু আলাদা কিচ্ছু নিয়ে আসছি, ভালো লাগবে আপনাদের সবার।”
তবে ‘দানব’ প্রসঙ্গে পরিচালক আতিউল ইসলাম জানিয়েছেন, আরজি কর-কাণ্ডের ঘটনা হুবহু ছবিতে (Tollywood New Film) উঠে আসবে না। কিন্তু হাসপাতাল, নারী নির্যাতনের মতো বিষয়গুলো থাকছে ছবিতে। থাকছে বাস্তবের প্রেক্ষাপটের কাহিনিও। এই ছবিতে এক কঠিন বাস্তবকে তুলে ধরা হবে। মানুষ যে কত নৃশংস তাই ফুটে উঠবে এই ছবিতে। একজন মানুষ যে তার ভালবাসার মানুষের জন্য কতটা বলিদান দিতে পারে, সেটাই উঠে আসবে এই ছবিতে। বেশ কয়েকটি গান রয়েছে এই ছবিতে। মোহনা ফিল্মসের ব্যানারে মুক্তি পাবে এই ছবিটা।
থ্রিলারের মোড়কে বড়পর্দায় (Tollywood New Film) আসতে চলেছে এই ছবি। সেখানে একজন সাধারণ নার্সের ভূমিকায় দেখা যাবে রূপসাকে। অন্যদিকে পিয়ার খানকে দেখা যাবে একজন মর্গের ডোমের চরিত্রে। এটিই তাঁর প্রথম ছবি। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন, খরাজ মুখোপাধ্যায়, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ছবির শুর্টিং। গল্পের প্রেক্ষাপট মুর্শিদাবাদ, তাই মুর্শিদাবাদেই হবে ছবির অধিকাংশের শুটিং।