নিউজ ডেস্ক: নতুন করে বঙ্গোপসাগরে দানা বাঁধতে শুরু করেছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের (Weather Update) জেরে ফের একবার প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি। তবে এখনই মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি (Weather Update) চলবে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। আর বজ্রবিদ্যুৎসহ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদা ও উত্তর দিনাজপুর জেলায়।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Weather Update) চলবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। পূর্বাভাস অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণায়। বৃষ্টি হলেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। উইকেন্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
পাশাপাশি কলকাতায় আজ, শুক্রবার অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টির (Weather Update) সামান্য সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। চড়া রোদের কারনে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বেলায় কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আসলে আবহাওয়াবিদদের মতে, আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। কারন অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত (Weather Update) আজ বিকেলের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার অত্যন্ত বেশি সম্ভাবনা। এটি তৈরি হবে পশ্চিমমধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। এরপর এই নিম্নচাপের অভিমুখ কোন দিকে হয় সেদিকেই নজর আবহাওয়াবিদদের।