নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) নয়া মোড়। সিবিআইয়ের পর এবার সন্দীপ ঘোষের (Sandip Ghosh) দুয়ারে পৌঁছে গেল ইডিও। সাতসকালেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডঃ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি কর হাসপাতালে যে আর্থিক দুর্নীতি হয়েছে, তার তদন্তেই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির ইডি। তবে ভিতর থেকে তালাবন্ধ থাকায় প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর বাধ্য হয়ে ফেরেন ইডি আধিকারিকরা। তারপর ফের আসেন এবং বাড়ির এক সদস্য তালা খুলে দিলে ভেরতে প্রবেশ করেন ইডি আধিকারিকরা।
এর আগে টানা প্রায় দুই সপ্তাহ জেরা করার পরে দুর্নীতির মামলায় সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। হাই কোর্টের নির্দেশেই সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির মামলার তদন্তে নামে সিবিআই। আর এরই মধ্যে আজ হঠাৎই সন্দীপের বাড়িতে গেল ইডি। যা বেশ তাৎপর্যপূর্ণ।
তবে শুক্রবার শুধু সন্দীপ ঘোষের বাড়িতেই নয়, আরও কয়েক জায়গায় হানা দিয়েছে ইডি। হাওড়ার সাঁকরাইলে সন্দীপ ঘনিষ্ঠ দুজনের বাড়িতে যান কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তাঁদের মধ্যে একজন ভেন্ডর বিপ্লব সিনহা এবং অন্যজন বিপ্লব-ঘনিষ্ঠ কৌশিক কোলে। দুজনেরই বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের মতো বিপ্লব সিনহাকে আগেই গ্রেফতার করেছে সিবিআই।
প্রসঙ্গত, হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই শুরু করার পরপরই সেই সংক্রান্ত সব নথি দিল্লিতে ইডির সদর দফতরে পাঠানো হয়েছিল। তখনই বোঝা গেছিল যে, কিছু দিন পর থেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎপর হবে ইডিও। এখন ঠিক তেমনটাই হল। আরজি করের (RG Kar Incident) প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপের বিরুদ্ধে চিকিৎসার জৈব বর্জ্য দুর্নীতি, সরকারি টাকা নয়ছয়, নির্মাণের জন্য আইন ভেঙে ঠিকাদার নিয়োগ-সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ এনেছেন। এইসব অভিযোগ ভিত্তিতেই তদন্ত চলছে।