নিউজ ডেস্ক: মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরে এগিয়ে আসছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী সপ্তাহের শুরুতেই বৃষ্টিতে ভাসতে পারে গোটা রাজ্য। একইসঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷
রাজ্যের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে সপ্তাহের শুরুতে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা পার্বত্য ও সংলগ্ন এলাকায়। তবে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে আগামী কয়েক ঘণ্টায়। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের ৩ জেলায় দেওয়া হয়েছে হলুদ সতর্কতা। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কিছু জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কয়েক জেলার বেশ কিছু অংশে। তবে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি (Weather Update) ভোগাবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে সোমবার থেকে। মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূল ও সংলগ্ন জেলাতে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা থাকবে। তবে তাপমাত্রার খুব একটা বদল হবে না। মূলত ২৮ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রির মধ্যেই চলাফেরা করবে শহরের তাপমাত্রা। এরপর সামনের সপ্তাহ থেকে হাওয়া বদলের পূর্বাভাস (Weather Update) রয়েছে কলকাতায়। রবিবারেই মেঘলা আকাশ এবং আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোম ও মঙ্গলবার দু’দিন বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি।
এই নিম্নচাপের ফলে সতর্কবার্তা (Weather Update) জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। আবহাওয়াবিদরা জানিয়েছেন উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। প্রতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ফলে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। আর যারা বর্তমানে গভীর সমুদ্রে রয়েছেন, তাদের রবিবার সকালের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।