নিউজ ডেস্ক: ফের রেল দুর্ঘটনা! লাইনচ্যুত (Somnath Express Accident) ইন্দোর-জবলপুর এক্সপ্রেসের দু’টি কামরা৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুর রেলওয়ে স্টেশনে৷ তবে ভাগ্যক্রমে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ প্রসঙ্গত, গত কয়েক মাসে দেশজুড়ে একের পর এক দুর্ঘটনায় কার্যত ‘মরণযানে’ পরিণত হয়েছে ভারতীয় রেল। তবে হুঁশ ফেলেনি কর্তৃপক্ষের।
এ দিন ভোর ৫টা ৫০ মিনিটে ইন্দোর-জবলপুর সোমনাথ এক্সপ্রেস ট্রেনটি জবলপুর স্টেশনে ঢোকার মুখেই তার দু’টি কোচ লাইনচ্যুত হয়। জবলপুর স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল ট্রেনটির। স্টেশনে ঢোকার মুখে খুব ধীরে ধীরে গড়াচ্ছিল ট্রেনের চাকা। সে সময় আচমকাই ট্রেনের সামনের দিকের দু’টি কোচ লাইনচ্যুত (Somnath Express Accident) হয়ে যায়। গতি একেবারেই কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যাত্রীদের কারও কোনও চোট লাগেনি বলেও জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে পশ্চিম-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব বলেন, ”ট্রেনটি জবলপুর স্টেশনে ঢোকার মুখে এই দুর্ঘটনাটি ঘটে। সব যাত্রী সুরক্ষিত রয়েছেন। ট্রেন লাইনচ্যুত হওয়ার সময় ধীর গতিতে চলছিল। ফলে কোনও বড় ক্ষতি হয়নি।”
তবে ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন রেল আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনার (Somnath Express Accident) জেরে ওই লাইনে ট্রেন চলাচলের উপর ব্যাপক প্রভাব পড়ে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগে ঝাড়খণ্ডের চক্রধরপুরে লাইনচ্যুত হয়েছিল হাওড়া-মুম্বই মেলের ১৮টি বগি। খেলনার মতো লাইনের ওপর ছড়িয়ে ছিয়েটে রয়েছে এক্সপ্রেস ট্রেনের অসংখ্য কামরা। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উসকে দিয়েছে ওই দুর্ঘটনা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের পর হাওড়া-মুম্বই মেল, আর এবার দুর্ঘটনার মুখে সোমনাথ এক্সপ্রেস।