নিউজ ডেস্ক: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই দুই থেকে ৩ হতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং (Deepika-Ranveer)। তাই গণেশ চতুর্থীর আগের দিনই হবু মা-বাবার দেখা মিলল মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। জানা গিয়েছে তাদের অনাগত সন্তানের জন্য আশীর্বাদ পেতে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপবীর। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল দীপিকার সঙ্গে রণবীরের সেই ছবি ও ভিডিও।
পাপারাৎজিদের ক্যামেরায় যখন তাঁরা ধরা পড়েন, তখন দুজনে (Deepika-Ranveer) মন্দিরের দিকেই এগোচ্ছিলেন। তাই খালি পায়ে দেখা গেল তারকা জুটিকে। খুব সাবধানে ধীরে পা ফেলছিলেন দীপিকা। বর্তমানে প্রেগন্যান্সির শেষ ত্রৈমাসিকে রয়েছেন অভিনেত্রী। তাই বেড়েছে সাবধনতা। এমনকী, রণবীরও ডন ৩-র কাজ ফেলে রেখে মুম্বইতে চলে এসেছেন। যাতে শেষ মাসটা বউকে আগলে রাখতে পারেন।
এদিন সবুজ রঙের শাড়িতে দেখা গেল দীপিকাকে। বেবি বাম্প স্পষ্ট ফুটে উঠেছে শাড়ির নীচ থেকেও। পাশে ক্রিম কালারের পাঞ্জাবিতে দেখা গেল রণবীরকে। চুলে ঝুঁটি বাঁধা, চোখে কালো সানগ্লাস। দীপিকা চুল খোঁপা করে রেখেছিলেন। সাজ ছিল একদম মিনিমাল।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর ইটালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেন তারকা যুগল (Deepika-Ranveer)। বিয়ের এতদিন বাদে মা হতে চলেছেন দীপিকা। ফেব্রুয়ারি মাসেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানান অভিনেত্রী। প্রথমটায় গুঞ্জন শোনা গিয়েছিল, ভারতে নয়, দীপিকা ও রণবীরের প্রথম সন্তান নাকি ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে। তবে এই খবর যে একেবারেই রটনা, তা কিন্তু হাবেভাবে বুঝিয়ে দিয়েছিলেন তারকা দম্পতি। তবে সাম্প্রতিক রটনা, ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বইয়ের এক হাসপাতালে মা হবেন দীপিকা পাড়ুকোন।