সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে আজ আরজি কর মামলার শুনানি। সরকারি হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। গত ৫ সেপ্টেম্বর শুনানি থাকলেও, তা বাতিল হয়ে যায়। আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলার শুনানি।
উল্লেখ্য, আজ, ৯ সেপ্টেম্বর। ঠিক এক মাস আগে গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল চিকিৎসকের দেহ। এক মাস পরও সেই ঘটনাকে ঘিরে উত্তপ্ত গোটা রাজ্য। বিচারের দাবি নিয়ে প্রায় প্রতিদিন রাজপথে নামছেন সাধারণ মানুষ। তাই আজকের সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে গোটা বাংলা।