নিউজ ডেস্ক: আজ ৯ সেপ্টেম্বর। আজই জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এই বৈঠকে যোগ দেবেন। সূত্রের খবর, জিএসটি কাউন্সিলের বৈঠকে সরকার বিলডেস্ক ও সিসিঅএভিনিউ-র মতো পেমেন্ট অ্যাগ্রিগেটর সংস্থাগুলির উপরে ১৮ শতাংশ জিএসটি (Online Payment GST) বসানো হতে পারে। যদি এই সিদ্ধান্তে কাউন্সিল সিলমোহর দেয়, তবে ২০০০ টাকার কম অঙ্কের লেনদেনেও ১৮ শতাংশ জিএসটি বসতে পারে। একইসঙ্গে ডেবিট ও ক্রেডিট কার্ড পেমেন্টে এই চার্জ আরোপ করা হবে। বর্তমানে পেমেন্ট এগ্রিগেটররা ব্যবসায়ীদের ০.৫ শতাংশ থেকে ২ শতাংশ সার্ভিস চার্জ নেয়। এর উপরে জিএসটি চাপালে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে।
সূত্র মারফৎ জানা গিয়েছে জিএসটি ফিটমেন্ট প্যানেলের ধারণা পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির উপর জিএসটি (Online Payment GST) আরোপ করা উচিত। ফলে দেশের সমস্ত পেমেন্ট এগ্রিগেটর সংস্থাগুলির উপর বড় ধাক্কা আনতে পারে এই সিদ্ধান্ত। বর্তমানে দেশে মোট ডিজিটাল পেমেন্ট লেনদেনের ৮০ শতাংশের মূল্যই থাকে ২ হাজার টাকার কম। ২০১৬ সালে নোটবন্দির সময় জারি হওয়া একটি সরকারি বিজ্ঞপ্তি অনুসারে পেমেন্ট এগ্রিগেটররা ছোটখাটো লেনদেনে ব্যবসায়ীদের যে পরিষেবাগুলি দিয়ে থাকে তার উপর কর আরোপে বাধা দেওয়া হয়েছিল।
বর্তমানে পেমেন্ট এগ্রিগেটররা ২ হাজার টাকার কম লেনদেনে কোনও জিএসটি (Online Payment GST) ধার্য করে না। কিউআর কোড, পিওএস মেশিন, নেট ব্যাঙ্কিংয়ের মত অনেক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা লেনদেনের সুবিধে দেয়। জিএসটি আরোপ হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বিরূপ প্রভাব পড়বে। তাদের বেশিরভাগ লেনদেনই ২ হাজার টাকার কম। যদি একজন ব্যবসায়ীকে বর্তমানে ১ শতাংশ গেটওয়ে ফি সহ ১০ টাকা দিতে হয়, তাহলে জিএসটি কার্যকর হলে তাঁকে দিতে হবে ১১.৮০ টাকা।
আসলে বর্তমানে ইউপিআই ডিজিটাল পেমেন্টের বড় উপায় হয়ে উঠেছে। ২০২৪ সালে বার্ষিক ভিত্তিতে ইউপিআই লেনদেন বৃদ্ধি পেয়েছে ৫৭ শতাংশ। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআইয়ের শেয়ার ৮০ শতাংশে পৌঁছেছে। তবে জিএসটি (Online Payment GST) বসানো হলেও, এর প্রভাব ইউপিআই পেমেন্টে পড়বে না। এই নিয়ম শুধু ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনের উপরই কার্যকর হবে। ইউপিআই-র মাধ্যমে পেমেন্ট বা লেনদেনে কোনও চার্জ লাগবে না। ইউপিআই পেমেন্টে কোনও সার্ভিস চার্জও নেওয়া হয় না।