নিউজ ডেস্ক: মা হলেন দীপিকা পাডুকোন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘পাঠান’ খ্যাত অভিনেত্রী। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দীপিকা (Deepika padukone) ও রণবীর সিং ঘোষণা করেছিলেন, তাঁদের সংসারে নতুন সদস্যের আগমন হতে চলেছে। তারপর অন্তঃসত্বা অবস্থায় ফটোশ্যুট করতে কিংবা ছবির প্রচারে দেখা গিয়েছিল দীপিকাকে। এমনকী গত শুক্রবার মুম্বইয়ে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজোও দিতে গিয়েছিলেন রণবীর-দীপিকা। তারপরই শনিবার মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দীপিকা। রবিবার সেই হাসপাতালেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আর সন্তান জন্মের কিছুক্ষণের মধ্যেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন রণবীর সিং।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেতা লিখলেন, ‘স্বাগতম কন্যা সন্তান, ৮.৯.২০২৪ দীপিকা-রণবীর’। এই পোস্ট শেয়ার করতেই লাইক ও শেয়ারে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। যদিও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে আগেই। এদিন দীপিকা পাড়ুকোনের (Deepika padukone) সোশ্যাল মিডিয়া থেকেও শেয়ার হল এই একই পোস্ট। দীপবীরের পোস্টে গিয়ে হৃদয় এঁকে দেন রাহার মা ৷ নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সেলিব্রেশন ইমোজি দেন তিনি । তাঁর সঙ্গে যোগ দেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও ৷ তিনি রণবীর ও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ একইসঙ্গে ক্যাটরিনা কাইফ, কৃতি সানন, পূজা হেগড়ে, শর্বরী-সহ অন্যান বিটাউনের সেলেবরাও নতুন বাবা-মাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন । রণবীর সিংয়ের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অর্জুন কাপুর ৷ তিনিও দীপবীরকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ বন্ধুর মেয়ের আগমনে অর্জুন সোশাল মিডিয়ায় লেখেন, “লক্ষ্মী আয়ি হ্যায়।”
তবে মেয়ের শখ পূরণ হয়েছে রণবীরের। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, দীপিকার কাছে তাঁর একটাই আবদার। একটি ফুটফুটে মেয়ে চাই তাঁর, যে একেবারে দীপিকার (Deepika Padukone) মতোই মিষ্টি হবে। তাই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হলে তাঁরই ছোটবেলার ছবি তিনি তাঁকে দেখাবেন, যাতে মেয়ে একদম মায়ের মতোই মিষ্টি হয়। এরপরেই রণবীর বলেছিলেন, তাঁর ছেলে হোক বা মেয়ে, নাম রাখবেন শৌর্যবীর সিং। এই সিদ্ধান্ত নাকি রণবীর এবং দীপিকা দুজনে মিলেই নিয়েছিলেন। প্রার্থনা মতো মেয়ে তো হল, তবে পূর্ব পরিকল্পনা মতো মেয়ের নাম শৌর্যবীর সিং রাখবেন কিনা তা অবশ্য এখনো জানা যায়নি।
তবে মেয়ের ছবি সামনে আনলেন না জুটি। প্রসঙ্গত, আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের কন্যা সন্তানের মুখ দেখিয়েছিলেন এক বছর পর। ফলে অনুমাণ করে নেওয়াই যায় সকল সেলিব্রিটিদের মতো এই জুটিও বেশ কিছুটা সময় নেবেন মেয়ের ছবি সামনে আনতে।