নিউজ ডেস্ক: আবারও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) থেকে মুক্তি নেই। ফের আশঙ্কার বার্তা আবহাওয়া অফিসের। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ওড়িশা বাংলা উপকূলের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যেই এটি ওড়িশার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করেছে অতি গভীর নিম্নচাপ রূপে। এর ফলে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিগত কিছুদিন রোদের দাপট (Weather Update) থাকলেও পুনরায় বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণের জেলাগুলিতে। সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বিশেষ করে দক্ষিণের উপকূল-সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা ঝড় বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে ভিজতে চলেছে দক্ষিণের একাধিক জেলা। ভারী থেকে অতিভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণের বিভিন্ন জায়গাতে। পুরুলিয়াতেও বাড়ছে বৃষ্টির দাপট। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। বৃষ্টির পরিমাণ বাড়ছে দক্ষিণে।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যেই এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও হলুদ সতর্কতা জারি রয়েছে দক্ষিণের একাধিক জায়গায়।
মঙ্গলের পর বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। আর শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে।
অন্যদিকে সাগরে অতি গভীর নিম্নচাপের (Weather Update) কারণে উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার আশঙ্কা রয়েছে। তাই মঙ্গলবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই সময় সমুদ্র উত্তাল থাকবে, উপকূলে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা।