নিউজ ডেস্ক: বাংলায় ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বর্তমানে দিঘার উপর দিয়ে রয়েছে এই অক্ষরেখা। এর প্রভাবে আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি (Weather Update) হবে উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায়। তবে সপ্তাহের শেষে রবিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর৷
বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং সহ কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায় বৃষ্টি পূর্বাভাস রয়েছে। এরপর শুক্রবার দার্জিলিং সহ কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে মালদা এবং উত্তর দিনাজপুরে।
উত্তরবঙ্গের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, মালদা এবং দুই দিনাজপুরের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিতে ভিজবে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তবে শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে।
অন্যদিকে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আসলে গভীর নিম্নচাপ আরও দুর্বল হয়ে নিম্নচাপে (Weather Update) পরিণত হয়েছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সেটি মধ্য ওড়িশা হয়ে উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোচ্ছে। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আমাদের রাজ্য থেকে অনেক দূরে চলে গেছে। তবে এর প্রভাবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস এখনও রয়েছে।