নিউজ ডেস্ক: কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক ১৫ দিন পরে পালিত হয় রাধাষ্টমী (Radha Ashtami 2024)। গত ২৬ অগাস্ট গোটা দেশ জুড়ে ধূমধাম করে পালিত হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী। আজ পালিত হচ্ছে শ্রীরাধিকার জন্মতিথি। এই বছর রাধাষ্টমী পড়েছে আজ ১১ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার। গতকাল ১০ সেপ্টেম্বর রাত ১১টা ১২ মিনিটে অষ্টমী লাগে এবং অষ্টমী থাকছে আজ ১১ সেপ্টেম্বর রাত ১১টা ৪৬ মিনিট পর্যন্ত। আজ সকাল ১০টা ২৯ মিনিট থেকে বেলা ১১টা ৫৭ মিনিট পর্যন্ত পুজো করার জন্য শুভ সময়।
শ্রীরাধার জন্মস্থান হল মথুরার বারসনা। ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে রাজা বৃষভানু এবং তাঁর স্ত্রী কীর্তি স্বর্ণপদ্মের কোল আলো করে শ্রীরাধা তাঁদের ঘরে এসেছিলেন। রাধাষ্টমী (Radha Ashtami 2024) বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে উল্লেখযোগ্য একটি দিন। কথিত আছে পবিত্র রাধাষ্টমী পালন করলে সকল মনোবাসনা পূরণ হয়।
রাধাষ্টমীর (Radha Ashtami 2024) দিন গোপনে তিল দান করা শুভ। এর সঙ্গে লোহার তৈরি জিনিস দান করা যেতে পারে। এতে ব্যক্তির দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হতে পারে। এছাড়াও ব্যক্তি পছন্দসই জীবনসঙ্গী পেতে পারেন। এছাড়াও শাস্ত্রমতে, এইদিন নিজের বাড়িতে সাতজন কুমারী মেয়েকে পায়েস বা সাদা রঙের কোনও মিষ্টি খাওয়ানো ভাল। এতে বাড়ির চারপাশে নেগেটিভ এনার্জি কেটে যাবে ও জীবনে সুখ আসবে। তবে এই দিন করলা, চিরতা, নিম, উচ্ছে এই সমস্ত কখনওই ভুল করেও মুখে তোলা উচিৎ নয়। নয়তো ছোটখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগে থাকে। যার প্রভাব পড়ে কাজকর্ম এবং আয়ের জায়গায়।
রাধাষ্টমী (Radha Ashtami 2024) পুজোয় সবার আগে গণেশের পুজো করুন। তারপর রাধারানির পুজোর ব্যবস্থা করুন। একটা তামা বা মাটির কলস স্থাপন করুন। এর উপরে রাধারানির ছবি বা মূর্তি বসিয়ে তাঁকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। এরপর প্রসাধন করিয়ে ফুল, প্রসাধন সামগ্রী, ফল, মিষ্টি দিয়ে পুজে করুন। শ্রীরাধিকার মন্ত্র জপ করুন। শেষে আরতি করুন ও পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে দিন।