নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Incident) নয়া মোড়। এ বার এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের চার জুনিয়র চিকিৎসককে তলব করল সিবিআই। জানা গিয়েছে, চেস্ট মেডিসিন বিভাগের চারজন পড়ুয়া চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেয়ে আজ সকালে তাঁরা পৌঁছে যান সিবিআইয়ের দফতরে ৷ অন্যদিকে, আরজি করে দুর্নীতির তদন্তে আজই সন্দীপ ঘোষের স্ত্রীকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷
এ প্রসঙ্গে, তদন্তকারীরা জানতে পেরেছেন, নির্যাতিতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁরই বিভাগের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক। কী ও কেন অভিযোগ হয়েছিল তা জানার জন্য চার জনকে তলব করা হয়। যদিও এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সিবিআইয়ের তরফে দেওয়া হয়নি। এছাড়াও চারজন পড়ুয়া চিকিৎসকের কাছ থেকে তদন্তকারীরা জানতে চাইবেন যে, নির্যাতিতা কি কোনও প্রভাবশালীর রোষের মুখে পড়েছিলেন ? গত কয়েকদিনের তদন্তের (RG Kar Incident) পর সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন যে, হাসপাতালে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিষেবা দিতেন নির্যাতিতা । তার জন্যই কি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কয়েকজন জুনিয়র চিকিৎসক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ? এই বিষয়টিও জানতে চাইছে সিবিআই ৷
অন্যদিকে, সন্দীপ ঘোষের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা ৷ আরজি কর মেডিক্যাল (RG Kar Incident) কলেজে কোটি কোটি টাকার দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষ কীভাবে জড়িত ছিলেন, সেবিষয়ে বিস্তারিত জানতেই তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সন্দীপ ঘোষের ‘খাস’ লোক প্রসূন চট্টোপাধ্যায়কেও আজ ডেকে পাঠিয়েছে ইডি ৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজের অপারেটর হিসেবে কাজ করেন প্রসূন ৷
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে দোষীদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন চলছে। ছয় দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। এ দিন তাঁদের অবস্থান বিক্ষোভের স্থলে যান বহু সাধারণ মানুষ। শুকনো খাবার এবং জল দেন তাঁরা আন্দোলনকারীদের।