নিউজ ডেস্ক: আরজি করে (R G Kar Hospital) তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরে যখন উত্তাল রাজ্য, ধর্ষণ ও খুনের অভিযোগে তদন্ত করছে সিবিআই। ঠিক তখনই হাসপাতাল চত্বরে ছড়াল বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে হাসপাতাল চত্বরে পড়ে থাকা একটি বড় ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। পাশাপাশি হাসপাতালের আউটপোস্ট ও টালা থানার পুলিশ মেডিক্যাল কলেজ চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে ওই ব্যাগটি ওখানে এল, কে ব্যাগ ফেলে রেখে গেল, তা বোঝার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই ধরনা মঞ্চ থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ (R G Kar Hospital) চত্বরে চলছে বিক্ষোভ। ওই ঘটনায় সুবিচারের দাবিতে এবং নানা অব্যবস্থার অভিযোগ তুলে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকরা৷ আরজি কর হাসপাতালের মধ্যেই ধরনা মঞ্চ তৈরি করে সেখানেই একমাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ আন্দোলনকারী চিকিৎসকরা যে মঞ্চে বসে রয়েছেন, সেই মঞ্চের সামনেই একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় এদিন সকাল ১০টা নাগাদ। কিন্তু ওই ব্যাগটি কার, বার বার জিজ্ঞাসা করার পরেও তার সদুত্তর মেলেনি। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও কেউ ব্যাগটি না নিয়ে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। সঙ্গে সঙ্গে ব্যাগটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়।
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G Kar Hospital) সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন৷ বোমাতঙ্কের খবর শুনে তাঁরা ঘটনাস্থলে আসেন৷ হাসপাতালের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরাও এগিয়ে আসেন৷ এরপর বম্ব স্কোয়াডের সদস্যরা সেখানে পৌঁছে পরীক্ষা করেন ব্যাগটিকে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ব্যাগে কিছু পাওয়া যায়নি৷ তবে ব্যাগটিকে কার, কোথা থেকে এল, সেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে কলকাতা পুলিশ।