নিউজ ডেস্ক: কিছুদিন আগেই মুক্তি পেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’-এর (Mirzapur) তৃতীয় সিজন। তবে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের রিভিউ অনুযায়ী, তৃতীয় মরশুমে আগের মতো মন জয় করতে পারেনি ‘মির্জাপুর’। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে অপর একটি খবর। ‘মির্জাপুর’ নির্মাতারা নাকি এবার এই গল্প আনতে চলেছেন ফিল্মে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) বদলে দেখা যেতে পারে হৃত্বিক রোশনকে। এই গুঞ্জন প্রকাশ্যে আসতেই খুব স্বাভাবিক ভাবেই দর্শকদের উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শোনা গিয়েছে বলিউডের ‘গ্রীক গড’ হৃতিক রোশনের সঙ্গে যোগাযোগ করা হতে পারে ‘মির্জাপুর’-এর (Mirzapur) আইকনিক চরিত্র ‘কালীন ভাইয়া’-এর জন্য। তবে সিরিজটি ছবিতে রূপান্তরিত হলেও ছবির নাম ‘মির্জাপুর’ই থাকবে। এ প্রসঙ্গে হৃতিকের কিছু ভক্তরা মনে করছেন মির্জাপুর সিনেমায় ‘কালীন ভাইয়া’-এর চরিত্রে অভিনয় করা তাঁর ক্যারিয়ারের অন্যতম উত্তরণ হবে।
তবে এ প্রসঙ্গে নানা মন্তব্য ঘুরছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ বলছে, ‘সকলেই মির্জাপুর (Mirzapur) দেখে ফেলেছেন, প্রেক্ষাগৃহে কেউ দেখবে না… পঙ্কজ ত্রিপাঠী ও মুন্না ভাইয়াকে ছাড়া একেবারে মুখ থুবড়ে পড়বে…’। অপর একজন লেখেন, ‘কুমন্তব্য শুনে মরে যাবে, সাধারণ মানুষ কালীন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী ছাড়া অন্য কাউকে কখনওই মেনে নেবে না।’ অন্য আরেক জন আবার লিখেছেন, ‘হৃত্বিকের এই চরিত্রটা করা উচিত নয়… বিক্রম বেদায় অনেক হয়েছে… দয়া করে আর রিমেক করবেন না… ওঁর এখন কেবল অরিজিন্যাল ফিল্ম করা উচিত।’ অপর জন আবার লেখেন, ‘ভাই, প্লিজ এটা খুব খারাপ আইডিয়া। মির্জাপুর এতও ভাল কোনও শো নয় যে তার থেকে সিনেমা হবে। তাছাড়া হৃত্বিক ইতিমধ্যেই দুটো সিনেমা করে ফেলেছে বিহারের প্রেক্ষাপটে। দর্শক উৎসাহিত হবেন না এটা দেখতে।’
তবে সব শেষে এটাই বোঝা গিয়েছে যে, ‘মির্জাপুর’ (Mirzapur) সিনেমায় হৃতিকের ‘কালীন ভাইয়া’-এর চরিত্রে অভিনয়ের খবর সত্যি হলে অনেকে যেমন খুশি হবেন তেমন অনেকেই অসন্তুষ্ট হতে পারে।