নিউজ ডেস্ক: বাংলাদেশের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, টাইফুন ইয়াগির অবশিষ্টাংশ শক্তি বাড়িয়ে এই নিম্নচাপে (Weather Update) পরিণত হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে উপকূলে গভীর নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে শুক্রবার-শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা-সহ ৬ জেলায়। একই কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও।
নিম্নচাপের প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টির (Weather Update) সম্ভাবনা উত্তরবঙ্গের মালদা জেলাতে। এছাড়াও বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Update) সম্ভাবনা রয়েছে। কয়েক দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। শুক্রবারের পর শনিবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায়। রবিবারও কয়েক জেলায় ভারী বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে।
অন্যদিকে। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা (Weather Update) বেশি থাকবে আজ, শুক্রবার ও আগামিকাল, শনিবার। শুক্রবার ও শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
উল্লেখ্য, এই নিম্নচাপের প্রভাবে উপকূলে দমকা ঝোড়ো বাতাস বইবে এবং সমুদ্র উত্তাল হবে। ফলে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।