নিউজ ডেস্ক: আরজি করকাণ্ডের আবহে নারীদের নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল শিলিগুড়ি পুলিশ (Siliguri Police) কমিশনারেট। পুজোয় ঘুরতে বেরিয়ে মহিলারা শ্লীলতাহানির শিকার হলে বা যে কোনও বিপদে পড়লে সহজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চালু হচ্ছে পুলিশের নতুন মোবাইল অ্যাপ।
পুজোর সময় নারীদের জন্য বিশেষ নিরাপত্তার কথা মাথায় রেখে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police) তরফে বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যান চালু করা হচ্ছে। পুজোর শহরে টহল দেবে পিঙ্ক ভ্যান। পিঙ্ক ভ্যানে থাকবেন একজন মহিলা পুলিশ অফিসার এবং সাতজন মহিলা পুলিশ কনস্টেবল। মূলত এই পিঙ্ক ভ্যান পুজোর দিনগুলো শহর শিলিগুড়ির আনাচে কানাচে পৌঁছে যাবে। আসলে রাস্তাঘাটে কোনও সমস্যা হলে অনেক সময় মহিলারা পুরুষ পুলিশ কর্মীদের বিষয়টি জানাতে দ্বিধাবোধ করেন। সেই কারণে মহিলা পুলিশ কর্মীদের এই ভ্যান টহল দেবে শহরে।
এছাড়াও নারী নিরাপত্তার কথা মাথায় রেখে চালু করা হচ্ছে বিশেষ অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমেই বিপদে পড়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন মহিলারা। এ প্রসঙ্গে শিলিগুড়ির পুলিশ কমিশনার (Siliguri Police) সি সুধাকর বলেন, ”নতুন একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। দুর্গাপুজোর আগে মহিলাদের জন্য সেই অ্যাপটি চালু করা হবে। এই অ্যাপে কী কী ধরনের সুবিধা থাকবে তা কয়েকদিনের মধ্যে জানানো হবে।” তবে অ্যাপে প্যানিক বাটন-সহ আরও বেশ কিছু সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। এসব সুবিধা ছাড়াও প্রত্যেকবারের মতো পুলিশের তরফে বিশেষ নজরদারি চালানো হবে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে। থাকবে সাদা পোশাকে পুলিশ কর্মীরাও।
অন্যদিকে, দুর্গাপুজোর সময়ে শহরে ‘উইনার্স বাহিনী’ও মোতায়েন থাকবে। পুজো মণ্ডপগুলি ছাড়াও ভিড় এলাকায় নারীদের নিরাপত্তায় ‘উইনার্স বাহিনী’ টহল দেবে। বাড়তি মহিলা পুলিশ মোতায়েন থাকবে। পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসে পুজো উদ্যোক্তাদের নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ নজর রাখতে বলা হয়েছে। বড় মণ্ডপে সিসি ক্যামেরা থাকা বাধ্যতামূলক করতে বলা হয়েছে।