নিউজ ডেস্ক: শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় টানা বৃষ্টি চলছে। উইকএন্ডে একধাক্কায় পারদ নেমে গিয়েছে বেশ খানিকটা। নেই সেই গুমোট ভাব। আলিপুর জানিয়েছে, আজ, রবিবারও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update) রয়েছে। এই পরিস্থিতিতে ৫ জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে বলে জানালো হাওয়া অফিস। এছাড়াও ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় হড়পা বানের সম্ভাবনাও রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টির (Weather Update) পূর্বাভাস রয়েছে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি এবং পুরুলিয়ায় ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি হয়েছে লাল সতর্কতা। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগ হতে পারে দমকা ঝোড়ো হাওয়ার। এই ঝোড়ো হাওয়া বইবে মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং ঝাড়গ্রাম জেলাতে।
অন্যদিকে গভীর নিম্নচাপ (Weather Update) ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় গতকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা জুড়ে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ঝড়ের দাপট। কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচা বাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। নিচু এলাকাগুলি জলমগ্ন। নামখানা এলাকায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। সবথেকে ক্ষতিগ্রস্ত নামখানার হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বেশ কিছু বাড়ি ও দোকানের চাল উড়ে গিয়েছে।
মনে করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে সোমবার সকাল থেকে একটু ফর্সা হতে পারে আকাশ। বাংলাদেশের উপর থাকা নিম্নচাপ (Weather Update) সরতে পারে ঝাড়খণ্ডের দিকে। তবে তাতেও খুব যে একটা স্বস্তি, তা নয়। কারণ, পুজো পর্যন্ত এমন বৃষ্টি চলবে।