নিউজ ডেস্ক: এক মাস অতিক্রান্ত। এখনও রাজ্যজুড়ে আরজি কর কাণ্ডের (RG Kar Incident) প্রতিবাদে সামিল শয়ে শয়ে মানুষ। তবে শনিবারও কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে হল না জুনিয়র ডাক্তারদের বৈঠক। নিঃশর্ত ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিংয়ের দাবি ছেড়ে শুধুমাত্র মিটিংয়ের মিনিটস নেওয়ার বিষয়তেই রাজি হন তাঁরা। কিন্তু তারপর জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, অনেক দেরি হয়ে গিয়েছে। তিন ঘণ্টা তাঁরা অপেক্ষা করেছেন। আর মিটিং সম্ভব নয়। পরে দেখা যাবে। এমনই অভিযোগ করেছেন তাঁরা। এই ঘটনায় স্বভাবতই হতাশ জুনিয়র ডাক্তাররা। চোখে জল অনেকেরই।
এদিন মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের বলেন, ”আজকে তোমরা যে চিঠি দিয়েছিলে তাতে সরাসরি সম্প্রচারের কথা তোমরা বলোনি৷ আমাদের চিঠিতেও ছিল না৷ সুপ্রিম কোর্টে মামলা চলছে৷ আমরা পুরোটা রেকর্ড করে রাখব৷ তোমাদের এই রেকর্ডিং আমরা দিয়ে দেব৷ আমরাও এখন এই ভিডিও ব্যবহার করব না শুধু কোর্টের কেসটা (RG Kar Incident) একটু মিটে যাক৷ আজকের বৈঠকের মিনিটস তোমাদের দিয়ে দিচ্ছি৷ আমার উপরে ভরসা রাখতে পারো৷ তোমাদের মিসলিড করব না৷”
অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, ‘আমরা বিশ্বাস রেখে, মুখ্যমন্ত্রীর সম্মান রাখতে ভিডিওগ্রাফি, লাইভ স্ট্রিমিং ছাড়া মিটিং করতে চেয়েছিলাম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন অনেক দেরি হয়ে গিয়েছে। আর মিটিং সম্ভব হবে না।’ মমতার বাড়ি থেকে কার্যত ঘাড়ধাক্কা দিয়ে ফেরানো হয়েছে তাঁদের, এমন অভিযোগ ডাক্তারদের।
তবে বৈঠক ভেস্তে যাওয়ার পরে এতটুকু দমে যাননি জুনিয়র ডাক্তাররা। বরং ধর্নামঞ্চে (RG Kar Incident) ফিরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। মমতা সরকার কতটা আন্তরিক আরজি কর কাণ্ডের বিচার দিতে, সে প্রশ্নও তোলেন তাঁরা। তাঁদের দাবি, রাজ্য সরকার বলছে তারা দুঘণ্টা অপেক্ষা করেছে, আর তাঁরা ৩৫ দিন অপেক্ষা করছেন। বৃষ্টিতে ভিজছেন।