নিউজ ডেস্ক: শরতে যেন অকাল শ্রাবণ রাজ্যজুড়ে। শুক্রবার থেকে এক নাগাড়ে ভারী বৃষ্টি চলছে বাংলায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। সপ্তাহের শুরুতে সোমবারেও আকাশের বৃষ্টিভেজা (Weather Update) মুখ দেখে ঘুম ভাঙল শহরের। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে। আজ, সোমবার সকালের পর শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। বর্তমানে ঝাড়খণ্ড ও লাগোয়া পশ্চিমের কিছু জেলার উপর অবস্থান করছে এই নিম্নচাপ।
নিম্নচাপের (Weather Update) জেরে উত্তরবঙ্গে আজ, সোমবার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির সম্ভাবনা কমবে।
সূত্রে খবর আজ সোমবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে সৃষ্টি হওয়া অতি গভীর নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Update) সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। নদিয়া, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়া বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির পরিমাণ বাড়ার বাড়বে কলকাতাতেও। স্বাভাবিকভাবেই বৃষ্টির জেরে একধাক্কায় তাপমাত্রা বেশখানিকটা কমে গেছে। আজ কলকাতার (Kolkata Weather) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রির আশেপাশে।
অন্যদিকে সমুদ্রে ইলিশ ধরতে যাওয়া ৩টি ট্রলারের ৬৪ জন মৎস্যজীবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার থেকে এই ট্রলারগুলি গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল, যদিও আবহাওয়া দফতর গত কয়েকদিন ধরে বারবার সতর্ক করেছে মৎস্যজীবীদের। সমুদ্র উত্তাল (Weather Update) থাকায় বিভিন্ন খাঁড়িতে আশ্রয় নেন মৎস্যজীবীরা। তারপর থেকেই গত দু’দিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তল্লাশি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনী।