নিউজ ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar Justice demand) ন্যায়বিচার চেয়ে ইতিমধ্যে পথে নেমেছে সাধারণ মানুষ। দফায় দফায় প্রতিবাদের মিছিলে যোগ দিয়েছে সকলে। আরজি করে ঘটনাটি ঘটার পরে ১৪ আগস্ট রাতে রাত দখলের ডাক দিয়েছিল মহিলারা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ত্রিবর্ণ পতাকা উড়িয়ে তীব্র প্রতিবাদ করেছিল তারা। আর এবার বিশ্বকর্মা পুজোর দিন আকাশে কালো ঘুড়ি উড়িয়ে প্রতিবাদে নামতে চলেছে নাগরিক সমাজ।
৯ অগাস্ট আরজি কর হাসপাতালে তরুনী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Justice demand) উত্তাল হয়েছে দেশের রাজনীতি। ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানে মুখরিত হচ্ছেন কলকাতা-সহ রাজ্যবাসী থেকে দেশ-বিদেশের ভারতীয়েরা। এ বার সেই প্রতিবাদের ভাষা মিশে যেতে চলেছে বাঙালির একটি পার্বনেও। প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। এ বার সেই পুজোয় ঘুড়ি উড়িয়ে আরজি করের ঘটনায় বিচার চেয়ে সরব হবেন ঘুড়িপ্রেমীরা।
ইতিমধ্যেই বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়িয়ে বিচারের দাবিতে (RG Kar Justice demand) সরব হওয়ার ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে কলকাতার সব প্রান্তে উড়বে প্রতিবাদের এই ঘুড়ি। কোনও ঘুড়িতে লেখা থাকবে, ‘জাস্টিস ফর আরজি কর’, আবার কোনও ঘুড়িতে মোমবাতির ছবি দিয়ে লেখা থাকবে, ‘বিচার পাক অভয়া’। যেহেতু ধর্ষণ ও খুনের ঘটনায় এই বিচারের দাবি তোলা হচ্ছে, তাই বেশিরভাগ ক্ষেত্রেই ঘুড়ির রং রাখা হয়েছে কালো। সেই কালো রংয়ের ঘুড়িতে সাদা রং দিয়ে বিচারের দাবি লেখা হয়েছে।
আজকাল স্মার্টফোনের যুগে আকাশে সেভাবে ঘুড়ির দেখা পাওয়া না গেলেও, আকাশে জাস্টিস ফর আরজি কর (RG Kar Justice demand) স্লোগান লিখে কালো ঘুড়ি ওড়াবার ডাক দিলো কলকাতা। এমন বেশ কয়েকটি পোস্ট চোখে পড়ল সমাজমাধ্যমে। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারের ‘ইন্ডিয়া কাইটস’ নামক দোকানে ‘বিচার চাই’ লেখা ঘুড়ি ঝুলতে দেখে অনেকেই সেই ঘুড়ি বাড়িতে কিনে নিয়ে গেছেন। জানা গেছে প্রতিটি ঘুড়ির দাম ১৫ টাকা। বিভিন্ন সংস্থার তরফে এই ঘুড়ি বিতরণও করা হচ্ছে। তাই আরও একবার ‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানকে সামনে রেখে ফের ঘুড়ি উড়িয়ে প্রতিবাদের ঝড় তুলতে চায় কলকাতা।