নিউজ ডেস্ক: ফের জুনিয়র ডাক্তারদের বৈঠকে (RG Kar Incident) ডাকলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেল পাঁচটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডেকে পাঠানো হয়েছে তাঁদের। এদিন সকালেই রাজ্যের তরফে ই-মেল এসে পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের কাছে। জুনিয়র চিকিৎসকদের মেইল করেছেন মুখ্যসচিব মনোজ পন্থা।
এই মেল পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য একমাসেরও বেশি সময় ধরে যে অচলাবস্থা চলছে এখনই তার অবসান হোক, এমনটাই চাইছেন তাঁরা। তবে নিজেদের পাঁচদফা দাবিতেও তাঁরা অনড়।
মেইলে বলা হয়েছে, ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল, তাতে জুনিয়র চিকিৎসকদের ১০ সেপ্টেম্বর বিকাল পাঁচটার মধ্যে কাজে (RG Kar Incident) ফেরার জন্য। শীর্ষ আদালতের সম্মান জানানোর বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মেইলে এটাও বলে দেওয়া হয়েছে, পঞ্চম ও শেষবারের জন্য মুখ্যমন্ত্রীর তরফে বার্তা দেওয়া হয়েছে। সবথেকে উল্লেখ্য, যে দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ছিল, অর্থাৎ লাইভ স্ট্রিমিং ও ভিডিয়োগ্রাফি, তা হবে না বলে আগেভাগেই মেইলে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ইমেলে আরও বলা হয়েছে, আগের দিন ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, তাঁদেরই সোমবারও আসতে অনুরোধ করা হচ্ছে। বিকাল ৪টে ৪৫ মিনিটের মধ্যে কালীঘাটে পৌঁছে যেতে বলা হয়েছে ডাক্তারদের প্রতিনিধিদের।
প্রসঙ্গত, লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিয়োগ্রাফির গেঁরোয় এর আগে নবান্নের সভাঘরের বৈঠক ভেস্তে যায়। এরপর শনিবার কালীঘাটের বৈঠকে মুখ্যমন্ত্রীর কথা মতো নিজেদের সব শর্তই (RG Kar Incident) ছেড়ে দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সরাসরি সম্প্রচার এবং ভিডিয়োগ্রাফি ছাড়াই বৈঠক করতে রাজি হয়েছিলেন। কিন্তু শেষে তাঁদের বলা হয়, তিন ঘণ্টা মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছেন। আর বৈঠক সম্ভব নয়। এরপর আবার সল্টলেকের ধর্নামঞ্চে ফিরে আসেন ডাক্তারেরা। তারপর আজ, সোমবার আবার তাঁদের বৈঠকের জন্য ডাকা হল। সরকারের তরফে এটাই শেষ চেষ্টা, জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব।
উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার (RG Kar Incident) শুনানি রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সেখানে অবশ্যই আন্দোলনরত চিকিৎসকদের কাজে যোগ না দেওয়ার বিষয়টি উত্থাপিত হবে। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের বিষয়টিও।