নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের কাটোয়ার পড়ুয়া অনির্বাণ দত্ত যুক্ত যোগব্যায়ামের সঙ্গে। প্রতি দিন দীর্ঘ সময় ধরে যোগাভ্যাস করে সে। আর যোগাতে সব থেকে বেশি ব্যবহৃত শব্দ ‘ওম’। এবার দীর্ঘক্ষণ সেই ‘ওম’ উচ্চারণ করেই অন্যতম নজির গড়ল পূর্ব বর্ধমানের (East Bardhaman) কাটোয়ার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা অনির্বাণ দত্ত। ইতিমধ্যেই এই কৃতিত্বের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত হয়েছে তার।
নিজের অর্জিত এই স্বীকৃতি সম্পর্কে অনির্বাণ জানিয়েছে, ”আমি এটার জন্য দীর্ঘ দিন চেষ্টা চালাচ্ছি। আজ থেকে আড়াই তিন মাস আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের ওয়েবসাইট-এ যাই। বিভিন্ন রেকর্ড সম্পর্কে দেখি। তার পর আমি দেখি আমার আওতার মধ্যে ওম শব্দ উচ্চারণে ৪৩ সেকেন্ডের একটা রেকর্ড ছিল। এরপর আমি এটা ব্রেক করার জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করে দিই। আমি ৪৫ সেকেন্ড করতে পেরে রেকর্ড করতে পেরেছি।”
ছোট থেকেই যোগার সঙ্গে যুক্ত অনির্বাণ। এই রেকর্ড গড়ার লক্ষ্যে দীর্ঘদিন অনুশীলনও চালিয়েছে সে। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর সে সাফল্য অর্জন করেছে। বর্তমানে অনির্বাণ যোগা প্রশিক্ষণ দিয়ে থাকে। পড়াশোনার পাশাপাশি যোগা যেন তার এক অন্যরকম নেশা। অনির্বাণের কথায় যোগার মধ্যে আরও বিভিন্ন জিনিস রয়েছে, যেগুলো অনুশীলন করে পরবর্তীতে রেকর্ড করা যেতে পারে। আগামী দিনেও অনির্বাণ বড় চমক দেবে বলেই আশা রয়েছে সকলের।
তবে জেলার ছেলে অনির্বাণের এই সাফল্যে যথেষ্ট খুশি জেলার ক্রীড়া প্রেমীরাও। এই বিষয়ে পূর্ব বর্ধমান (East Bardhaman) জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার এসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানিয়েছেন, ”অনির্বাণ পশ্চিমবঙ্গের সম্মান ভারতবর্ষের সামনে তুলে ধরেছে। আমরা খুবই আনন্দিত। আগামী দিনে ও আরও এগিয়ে চলুক।”