নিউজ ডেস্ক: সঙ্গীতপ্রেমীদের কাছে এ যেন ডবল ধামাকা। লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরনের সঙ্গে যুগলবন্দিতে দেখা গেল অরিজিৎ সিং-কে (Arijit Singh)। গায়ক নিজেই শেয়ার করেছেন সেই অনুষ্ঠানের সব মুহূর্ত। যেখানে দুই গায়ক সুপারস্টারের জমজমাট পারফরমন্সের ঝলক দেখা গেল। ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হল সেটি।
অসুস্থতার পর এক মাস বিশ্রাম নিয়ে এবার মঞ্চে ফিরলেন অরিজিৎ সিং (Arijit Singh)। আগস্ট মাসের ২ তারিখে জানিয়েছিলেন তিনি অসুস্থ। তাই গোটা মাসের সমস্ত কনসার্ট বাতিল করে শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছিলেন গায়ক। সেই ঘোষণার পর রবিবার রাতে প্রথমবার কনসার্ট করলেন অরিজিৎ সিং। এদিন অরিজিৎ এড শিরনের (Ed Sheeran) সঙ্গে কনসার্টের নানা রঙিন মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গতকাল রাতের অনুষ্ঠানে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।” অরিজিৎ সিংয়ের শেয়ার করা এই পোস্টে মন উজার করে ভালোবাসা জানিয়েছেন অনুরাগীরা।
এদিনের অনুষ্ঠানে দুজন গায়ক তাদের পারফর্মেন্সের মাধ্যমে কনসার্ট জমিয়ে দিয়েছিলেন। অরিজিত্ সিং (Arijit Singh) তার বিখ্যাত গানগুলি গেয়ে মাতিয়েছিলেন। তার গানগুলির মধ্যে ছিল ‘হাওয়ায়েন’,’তেরা হোনে লগা’ প্রভৃতি। দুই গায়কের এই মেলবন্ধন দর্শকেরা খুবই ভালোবেসেছেন। তাদের ভাইরাল হওয়া এই ভিডিও দেখে ভক্তরা কেউ কেউ এটিকে ‘আইকনিক মোমেন্ট’ বলেও আখ্যা দিয়েছেন। ভক্তরা আরও আশ্চর্য হয়েছে এড শিরনের কন্ঠে ‘তুম হি হো’ গানটা শুনে। পপ গায়ক এড শিরনের এই গানটি দর্শকদের হতবাক করেছে।
প্রসঙ্গত, চলতি বছরেই এড শিরন এসেছিলেন ভারত সফরে। সেখানেই তাঁকে দিলজিৎ দোসাইয়ের সঙ্গে ডুয়েট পারফর্ম করতে দেখা যায়। আর এবার অরিজিৎ সিং-এর (Arijit Singh) সঙ্গে তিনি জুটি বাঁধতেই আবেগে ভাসলেন সকলে। জমজমাট সন্ধ্যার বেশ কিছু ঝলক দেখে সকলেই উঠছেন চমকে। আসলে এ জুটিকে একই সঙ্গে একই মঞ্চে পাওয়া মানে শ্রোতাদের কাছে স্বর্গীয় সুখ।